আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ ফেব্রুয়ারী ২০১৫, মঙ্গলবার |

kidarkar

ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধমুখী প্রবণতায় চলছে লেনদেন। মঙ্গলবার শুরু থেকেই সূচকে উত্থান বিরাজ করে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার পরিমাণে লেনদেনও কিছুটা গতি লক্ষ্য করা গেছে। ফলে আবার চাঙ্গা হচ্ছে বাজার।

দুপুর ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৪৬ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া মোট ২৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৬৩টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার দর। যা টাকার অংকে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৫ লাখ ৫৩ হাজার টাকা।

এর আগে সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৬১৮ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ২২৬ কোটি ৯৪ লাখ ৫৯ হাজার টাকা।

এদিকে দুপুর ১২ টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৬১৬ পয়েন্টে। এসময়ে সিএসইতে মোট ১৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার। যা টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫ কোটি ১০ লাখ ৬ হাজার টাকা।

 

শেয়ারবাজার/অ

 

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.