আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ ফেব্রুয়ারী ২০১৫, মঙ্গলবার |

kidarkar

গুগল সম্পর্কে কিছু তথ্য!

শেয়াবাজার ডেস্ক: গুগলকে বলা হয় সবজান্তা। অনেকের কাছে তা-ই মনে হয়। কারণ যেকোনো তথ্যের প্রয়োজন পড়লে আমরা সবার আগে গুগলের সরনাপন্ন হই। কারণ গুগল অনেক কিছুই জানে। কিন্তু সে আমাদের সম্পর্কে কতটুকো জানে? কিভাবে জানা যাবে গুগল কেমন করে আপনার ব্যাপারে কী কী তথ্য সংগ্রহ করছে?

তাহলে জানা যাক কি ভাবে গুগল আমাদের কি কি তথ্য এবং কিভাবে জানে?

সার্চ:

আমরা যেসব তথ্য গুগলে সার্চ করি। আমরা যখন কোন সার্চ করি এবং কোন ক্লিক পয়েন্টে ক্লিক করি তা গুগল হিস্টোরিতে সংরক্ষন করে রাখে।

কে কোথায় ছিল:

কেউ অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করলে এবং সেখানে থাকা লোকেশন সুবিধা চালু করে রাখলে, তাহলে গুগল লোকেশন হিস্টোরি থেকে খুব সহজেই জেনে নিতে পারবে বিভিন্ন সময়ে আপনার অবস্থান।

 

ইউটিউবে কী দেখা হয়:

গুগলের জনপ্রিয় ভিডিও শেয়ারিং সেবা ইউটিউবের মালিকও গুগল। ফলে আপনি ইউটিউবে কী দেখছেন কিংবা কোন ভিডিও সার্চ দিচ্ছেন, সেটি খুব সহজেই জেনে নিতে পারছে গুগল।

আপনি কোন ওয়েবসাইট ভিজিট করছেন:

গুগল আয় করে থাকে মূলত বিজ্ঞাপন থেকে। আর তাই গুগল সবসময় চেষ্টা করে আপনার আগ্রহের উপর ভিত্তি করে ইন্টারেস্ট বেজড বিজ্ঞাপন প্রদর্শন করতে। আর এই কাজটি করতে গিয়ে গুগল আপনার ওয়েব হিস্টোরি ঘেঁটে দেখছে।

 

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.