আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

ভুয়া আইডির মাধ্যমে আইপিও রমরমা ব্যবসা!

Pathok_2ভুয়া ভোটার আইডির মাধ্যমে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অবৈধভাবে রমরমা ব্যবসা করে যাচ্ছে কিছু ধনী ব্যবসায়ী। কিন্তু কর্তৃপক্ষের এদিকে কোনো ভ্রুক্ষেপ না থাকায় সাধারণ বিনিয়োগকারীরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সম্প্রতি দেখতে পেলাম কিছু অসাধু ধনী ব্যবসায়ী নামে বেনামে ভূয়া ভোটার আইডির মাধ্যমে, টিপসইয়ের উপর সই করে শতশত নতুন একাউন্ট খুলেই যাচ্ছে। যার ফলে আইপিও ব্যবসা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অতীতে পাওয়ার অব এটর্নি বিনা পয়সায় করাতে হাজার হাজার একাউন্ট সহজে খোলা হয়েছিল।

তাই ডিএসই কে অনুরোধ করছি পূর্বের সব পাওয়ার অব এটর্নিকে স্ট্যাম্পের মাধ্যমে হালনাগাদ করার আদেশ দেওয়া হোক। তাদেরকে প্রতিহত করার জন্য এনবিআর’র ভোটার আইডি সফটওয়্যার আনার ব্যবস্থা করা যায়। আর একজন লোক কিভাবে ৫০০/৬০০/১০০০/২০০০ অথবা তার চেয়ে বেশী একাউন্ট পরিচালনা করার সুযোগ পায় অনুগ্রহ করে তা খতিয়ে দেখবেন। এভাবে চলতে থাকলে আমার মত যারা সাধারণ বিনিয়োগকারী শেয়ারবাজার থেকে বিলিন হয়ে যাবে। তাই সবার সার্থে আপনারা একটা কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন আশাকরি।

মো: খায়রুল হাসান,কুমিল্লা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.