আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৭ অক্টোবর ২০১৫, শনিবার |

kidarkar

জমি ইজারা নিবে তসরিফা ইন্ডাস্ট্রিজ

tosrifa copyশেয়ারবাজার ডেস্ক: উদ্যোক্তা-পরিচালকের কাছ থেকে জমি কিনেছে বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া অন্য একটি কোম্পানির কাছ থেকে সন্নিহিত প্রায় ২৫ বিঘা জমি ইজারা নেয়ারও চুক্তি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, উদ্যোক্তা-পরিচালক নাইম হাসানের কাছ থেকে গাজীপুর জেলার শ্রীপুরের কাউরা নামক স্থানে ৪০ দশমিক ৮৭ ডেসিমল জমি কিনছে তসরিফা ইন্ডাস্ট্রিজ। এজন্য প্রতি ডেসিমল জমির দাম ধরা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৩৩৬.১৮ টাকা । যার মোট দাম ৮১ লাখ ৬ হাজার টাকা।

এদিকে সংশ্লিষ্ট প্রকল্পের জন্য নর্দান নিট লিমিটেড নামের একটি কোম্পানির কাছ থেকে সন্নিহিত ২৪.৮০ বিঘা জমি ইজারা নিতে চুক্তিবদ্ধ হয়েছে কোম্পানিটি। ২৫ বছরের জন্য জমিটি ইজারা নিতে কোম্পানির ১৪ লাখ ৮৫ হাজার ৫২০ টাকা খরচ হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.