আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

৫ জেলার ছিটমহল পরিদর্শনে যাচ্ছেন গভর্ণর

Atiur_rahman-1428577529শেয়ারবাজার রিপোর্ট: সম্প্রতি বাংলাদেশের মূল ভূখন্ডের সাথে একত্রিত হওয়া সাবেক ছিটমহলে পরিদর্শনে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড.আতিউর রহমান। পাঁচ জেলায় অবস্থিত সাবেক এসব ছিটমহলে ব্যাংকিং কার্যক্রমকে উদ্বুদ্ধ করতে এবং এলাকাবাসীদের জীবন-মান উন্নয়নে এ সফর কার্যকর ভুমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

২৪ থেকে ২৬ অক্টোবর তিন দিনের এ সফরে নীলফামারী, রংপুর, পঞ্চগড়, জয়পুরহাট ও বগুড়া সফর করবেন। এসময় স্থানীয় ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের উদ্বোধন করবেন কেন্দ্রিয় ব্যাংক গভর্ণর।

সফরে গভর্ণর বাংলাদেশে অন্তর্ভুক্ত পূর্বতন ছিটমহলসমূহ পরিদর্শন, কৃষি কর্মসংস্থান মেলার উদ্বোধন, কৃষি, প্রাণিসম্পদ, এসএমই, গ্রিণ ফাইন্যান্সিং খাতে এবং ১০ টাকার হিসাবের বিপরীতে ঋণ বিতরণ, যুব উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত গবাদি পশু পালন উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে যোগদানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

শেয়ারবাজারনিউজ/ওহসি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.