আজ: মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ইং, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ নভেম্বর ২০১৫, শুক্রবার |

kidarkar

কোমল পানীয় নামে কী পান করছেন! (ভিডিও)

Soft Drinksশেয়ারবাজার ডেস্ক: আমাদের দেশের সবচাইতে জনপ্রিয় কোমল পানীয় হচ্ছে কোকাকোলা ও পেপসি। আরও আছে সেভেনআপ, স্প্রাইট, ফানটা, ম্যারিন্ডা সহ দেশি বিদেশী অসংখ্য ব্র্যান্ড। ঘুরে ফিরে কিন্তু সব কোমল পানীয়ই এক, কেবল ফ্লেভার আলাদা। কার্বনেটেড ওয়াটার বা সোডা, যার সাথে যোগ করা থাকে রঙ ও ফ্লেভার- এটাই হচ্ছে আপনার প্রিয় যে কোন কোমল পানীয়, যা আপনি শখ করে খেয়ে থাকেন প্রতিনিয়ত।

গরমের দিনে কোকাকোলা-পেপসির মত পানীয়তে আপনার মন জুড়ায়, একটু ভালো খাওয়া দাওয়ার সাথে হজমে সহায়তা ভেবেও খেয়ে থাকেন আপনি। কিন্তু জানেন কি, এই কোমল পানীয়ের আসল চেহারা?

দেখুন চমকে যাওয়ার মত একটি ভয়ানক ভিডিও। এই ভিডিও আপনাকে জানিয়ে দেবে যে আসলে কোমল পানীয়ের নামে কী খাচ্ছেন আপনি। চিত্রটি দেখে রীতিমত চমকে উঠবেন এই ভেবে যে এই জিনিস খেয়ে না জানি আমরা স্বাস্থ্যের কী অবস্থা হচ্ছে। যদি নিজের জীবন প্রিয় হয়ে থাকে, এই ভিডিওটি দেখার পর নিঃসন্দেহে কোমল পানীয় খেতে ভয় পাবেন আপনি!

CrazyRussianHacker নামে একটি আইডি এই ভিডিওটি ইউটিউবে আপলোড করে ২০১৪ সালের ৩ জুন। আপলোড হবার পর থেকে দেখন পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ২,২৯,২৬,৭৪২ বার। এবং এখনো দেখা হচ্ছে প্রতিদিন। কী আছে এই ভিডিওতে? আছে এমন একটি সহজ পরীক্ষা, যেটা করতে পারবেন আপনি নিজেই। আর দেখতে পাবেন আপনার প্রিয় কোমল পানীয়ের আসল চেহারা।
কাজটি আর কিছুই নয়, একটি ভারী পাত্রে কোক বা যে কোন কোমল পানীয় ঢেলে সেটাকে ফুটতে দিন। ফুটতে ফুটতে একসময় পানিতা পুরোই বাষ্পীভূত করে যাবে। আর নিচে পড়ে থাকবে থকথকে কালো আঠালো একটা তরল। কী এটা? এটা হচ্ছে ক্যারামেলাইজড চিনি আর রঙ! হ্যাঁ, কোমল পানীয়ের নামে আসলে এই চিনি আর রঙ খাচ্ছেন আপনি বোতল বোতল প্রতিদিন। যেটা আপনার ওজন তো বাড়াচ্ছেই, সাথে আরও ক্ষতিকর কিছু উপাদান যোগ করছে আপনার শরীরে, সর্বনাশ করছে আপনার দাঁতেরও।

শেয়ারবাজারনিউজ/মু

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.