আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ নভেম্বর ২০১৫, শনিবার |

kidarkar

ব্লক মার্কেটে সাপ্তাহিক লেনদেন ৭২ কোটি টাকা

Block Marketশেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৮ কোম্পানি ও ১ মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যার মোট বাজার দর ৭১ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।

সূত্রমতে, গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৮ কোম্পানির মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, অলিম্পিক, জিপি, এমারেল্ড অয়েল, জেনারেশন নেক্সট, পাওয়ার গ্রীড এবং স্কয়ার ফার্মা। এর পাশাপাশি ব্লক মার্কেটে এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ও লেনদেন হয়েছে।

আলোচিত সময়ে এসব কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৪ লাখ ৫৮ হাজার ৬২৮টি শেয়ার ও ইউনিট ১৭ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ৭১ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার টাকা।

গত সপ্তাহে ব্লক মার্কেটে ইসলামী ব্যাংকের ৩ লাখ ৯৫ হাজার শেয়ার ৩ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১ কোটি ৯ লাখ ৩৮ হাজার টাকা।

মোজাফফর হোসেন স্পিনিংয়ের ২৫ লাখ ৯৩ হাজার ৯ শত শেয়ার ২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৯ কোটি ২৯ লাখ ৭৮ হাজার টাকা।

অলিম্পিকের ১৫ লাখ ৪০ হাজার ৫ শত শেয়ার ৪ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৪৩ কোটি ৭৬ লাখ ৯ হাজার টাকা।

জিপির ৪ লাখ ৮২ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ১১ কোটি ৯৩ লাখ ৯১ হাজার টাকা।

এমারেল্ড অয়েলের ২৫ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা।

জেনারেশন নেক্সটের ৪৯ লাখ শেয়ার ২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৪ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা।

পাওয়ার গ্রীডের ২০ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা।

স্কয়ার ফার্মার ২ হাজার ২২৮টি শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৫ লাখ ৫৩ হাজার টাকা।

এবং এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ইউনিট ২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১ কোটি ৫ লাখ টাকা।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.