শেয়ারবাজার রিপোর্ট: প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এমপ্লয়ার্স প্রভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান। প্রতিবেদন অনুযায়ী এ ফান্ডের ইউনিট প্রতি আয় (ইপিইউ) বেড়েছে ১৩৫ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৫) ফান্ডটির ইপিইউ হয়েছে ০.৪৭ টাকা এবং ইউনিট প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিইউ) হয়েছে ০.০৭ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল যথাক্রমে ০.২০ টাকা এবং ০.০৭ টাকা। সে হিসেবে ফান্ডটির আয় বেড়েছে ০.২৭ টাকা বা ১৩৫ শতাংশ।
এদিকে ৩০ সেপ্টম্বর ১৫ পর্যন্ত এ ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ হয়েছে ৭.৯৪ টাকা। যা ৩০ জুন ১৫ পর্যন্ত ছিলো ৮.১৩ টাকা।
শেয়ারবাজারনিউজ/রু