আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৭ নভেম্বর ২০১৫, মঙ্গলবার |

kidarkar

হয়রানি রোধে ফেসবুকের সঙ্গে চুক্তি

Tarana Halimশেয়ারবাজার ডেস্ক:  নারীর প্রতি হয়রানি পাশাপাশি রাজনৈতিক হয়রানি রোধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে চুক্তির বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার বিটিআরসিতে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তারানা হালিম বলেন, ফেসবুকের সঙ্গে বিগত বিএনপি-জামায়াত সরকারের চুক্তি করা উচিত ছিল। কিন্তু প্রস্তাব পেয়েও তারা করেনি, আমরা গুরুত্ব দিচ্ছি। তাদের ডেকে এনে চুক্তির বিষয় গুরুত্ব দিতে হবে।

এ ব্যাপারে কর্মকর্তাদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, ফেসবুকে প্রায়ই রাজনৈতিক ব্যক্তিত্ব ও নারীর ছবি বিকৃত করে পোস্ট করা হয়। এতে বিভিন্ন ধরণের কমেন্ট আসে। এতে হয়রানির শিকার হন ওই সব রাজনৈতিক নেতা ও নারী।

 

শেয়ারবাজারনিউজ/ম

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.