আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ ফেব্রুয়ারী ২০১৫, মঙ্গলবার |

kidarkar

১০ লাখ টাকা জরিমানার কবলে জয়তুন সিকিউরিটিজ

BSECশেয়ারবাজার রিপোর্ট: সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ১০ লাখ টাকা  জরিমানার কবলে পড়েছে জয়তুন সিকিউরিটিজ ইন্টারন্যাশনাল লিমিটেড।  বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৮ তম কমিশন সভায় এ হাউজকে জরিমানার সিদ্ধান্ত হয়।

বিএসইসির নিবার্হী পরিচালক এম. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ৩০ জুন, ২০১৩ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী জয়তুন সিকিউরিটিজ কনসুলিটেড কাস্টমার অ্যাকাউন্টে-৫ কোটি ৪ লাখ ৪১ হাজার ৫৭৬টাকা ঘাটতি রয়েছে। প্রতিষ্ঠানটি লংকাবাংলা, আরগন ডেনিম, বংগজ, জনতা ইন্স্যুরেন্স ও ফু-ওয়াং ফুড শেয়ার শর্ট সেল করেছে। যার মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) রেগুলেশন ২০০৬ এর রেগুলেশন ৪(১) লংঘন।

এদিকে  ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ প্রদানের মাধ্যমে এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/১৬৯ তাং ০১/১০/২০০৯ লংঘন করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি মার্জিন রুলস, ১৯৯৯ এর ধার ৩ এবং ৮(১)(সিসিসি) ভঙ্গ করে মার্জিন চুক্তি ছাড়া মার্জিন সুবিধা প্রদান করেছে জয়তুন সিকিউরিটিজ।

এছাড়াও কমিশনের নির্দেশনা এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৫১ তাং ২২/০৭/২০১০ লংঘন করে কোম্পানির পরিচালককে মার্জিন ঋণ দিয়েছে প্রতিষ্ঠানটি। আর এসব আইন লঙ্ঘনের কারণে জয়তুন সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

শেয়ারবাজার/মু/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.