আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ নভেম্বর ২০১৫, সোমবার |

kidarkar

প্রিমিয়ার ব্যাংকের বন্ড অনুমোদন

premier-bankশেয়ারবাজার রিপোর্ট: অনুমোদন পেয়েছে প্রিমিয়ার ব্যাংকের ২০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড। এর মেয়াদ হবে ৭ বছর। আজ (৩০ নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬০ তম সভায় এ বন্ডের অনুমোদন দেয়া হয়।

প্রিমিয়ার ব্যাংকের অনুমোদন পাওয়া এই বন্ডের বৈশিষ্ট হবে নন-কনভার্টেবল, আনলিস্টেড, পুরোপুরি রিডিমেবল, ফিক্সড রেটেড, সাব-অর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পর ফুল রিডেমপশন হবে। এই বন্ডটি শুধুমাত্র স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, কর্পোরেট বডি এবং উচ্চ সম্পদধারী ব্যাক্তীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন। এ বন্ডের প্রতি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি টাকা।

এছাড়া এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করবে এবং তাতে প্রিমিয়ার ব্যাংকের ‘ব্যাসেল-থ্রি’ এর শর্ত পূরণ করবে। বন্ডটির ম্যান্ডেডেড লিড এ্যারেঞ্জার এবং ট্রাস্টি হিসাবে কাজ করছে রেস পোর্টফোলিও এন্ড ইস্যু ম্যানেজমেন্ট লিমিটেড এবং এফবিএল সিকিউরিটিজ লিমিটেড।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.