আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ জানুয়ারী ২০১৫, সোমবার |

kidarkar

রাজনৈতিক ইস্যুতে সূচক পতন লেনদেনে ঢিমেতাল

 

DSE-CSEশেয়ারবাজার রিপোর্ট : দেশের রাজনৈতিক ইস্যুতে পুঁজিবাজারে সূচক পতনের পাশাপাশি লেনদেন ঢিমেতালে চলছে।  উভয় স্টক এক্সচেঞ্জে সোমবার সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  ২০৪ কোটি ৪২ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। মূলত রাজনৈতিক পরিস্থিতি সংকটের কারণে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার ডিএসইতে ৪ কোটি ৪৬ লাখ ৭৩ হাজার ৮৪৫টি শেয়ার ৫৭ হাজার ২৯৭বার হাতবদল হয়ে লেনদেন হয়েছে। এদিন ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, দর কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর। এদিকে এ সময়ের মধ্যে ডিএসই এক্স সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯২৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭৬ পয়েন্টে। অন্যদিকে ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৪৪ পয়েন্টে।
এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক  ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ১১৪ পয়েন্টে। সিএসইতে ৪১ লাখ ৩০ হাজার ২৮৭টি শেয়ার ৮ হাজার ৮৯৫বার হাতবদল হয়। দৈনিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ কোটি ৯৫ লাখ ৯০ হাজার ৭৩২.৫০ টাকা। আজ সিএসইতে ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার/ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির কোম্পানির শেয়ার দর।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.