আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ ডিসেম্বর ২০১৫, রবিবার |

kidarkar

বন্ড ইস্যুর খবরে ইন্স্যুরেন্স চাঙ্গা

insuranceশেয়ারবাজার রিপোর্ট: বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করবে পুঁজিবাজারে তলিকাভুক্ত বীমা খাতের বেশ কিছু কোম্পানি। এমন খবর বাজারে ছড়ানোর কারণে সপ্তাহের প্রথম কার্যদিবসে (৬ ডিসেম্বর) বীমা খাতে চাঙ্গা ভাব লক্ষ করা গেছে।

রোববার সকাল থেকে বীমা খাতে চাঙ্গা ভাবের বিষয়টি নিয়ে বেশ কয়েক জনের সাথে কথা বলে জানা গেছে, বন্ড ছাড়ার প্রস্তুতি নিচ্ছে একাধিক কোম্পানি। এসব কোম্পনি বন্ড ছেড়ে বাজার থেকে টাকা তুলতে পারলে তাদের ব্যবসা আরও বাড়াতে পারবে। এর ফলে ভাল ডিভিডেন্ডের আশায় বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

অন্যদিকে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্রে জানা গেছে, সামনে তাদের ইন্স্যুরেন্স মেলার আয়োজনের উদ্যোগ নিতে যাচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সাথে আলোচনা হচ্ছে।

এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৬ কোম্পানির মধ্যে রোববার ৪৩টির শেয়ার দর বেড়েছে। এছাড়া দর কমেছে ২টির এবং অপরিবর্তীত রয়েছে একটি কোম্পনির শেয়ারদর। এ ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারের ১০ কোম্পনির মধ্যে ৬টিই বীমা খাতের কোম্পানি উঠে এসেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টপটেন গেইনারে থাকা ১০টির মধ্যে ৫টি কোম্পানি বীমা খাতের।

রোববার ডিএসই’তে অগ্রনী ইন্স্যুরেন্সের দর বেড়েছে ০.৬০ টাকা, এশিয়া ইন্স্যুরেন্সের ০.৭০ টাকা, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ০.৮০ টাকা, বিজিআইসির ১.৪০ টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১ টাকা, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ০.৮০ টাকা, ডেল্টা লাইফের ৪.৭০ টাকা, ঢাকা ইন্স্যুরেন্সের ০.৭০ টাকা, ইস্টল্যান্ডের ০.৮০ টাকা, ফারইস্ট ইসলামী লাইফের ‍২ টাকা, ফেডারেল ইন্স্যুরেন্সের ১ টাকা, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১.৩০ টাকা, গ্রীণ ডেল্টার ১.৬০ টাকা, ইসলামী ইন্স্যুরেন্সের ০.৫০ ‍টাকা, জনতা ইন্স্যুরেন্সের ১ টাকা, কর্নফুলী ইন্স্যুরেন্সের ০.৪০ টাকা, মেঘনা লাইফের ৪.১০ টাকা, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ০.৯০ টাকা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৬.৫০ টাকা, নিটল ইন্স্যুরেন্সের ০.৭০ টাকা, নর্দাণ ইন্স্যুরেন্সের ১.৪০ টাকা, পদ্মা লাইফের ১ টাকা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১ টাকা, পিপলস ইন্স্যুরেন্সের ০.৪০ টাকা, ফিনিক্স ইন্স্যুরেন্সের ০.৮০ টাকা, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ০.৩০ শতাংশ, পপুলার লাইফের ২.১০ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ১.২০ টাকা, প্রগতি লাইফের ২.৮০ টাকা, প্রাইম ইন্স্যুরেন্সের ০.৯০ টাকা, প্রাইম লাইফের ১.৪০ টাকা, প্রোগ্রেসিভ লাইফের ১.৫০ টাকা, প্রভাতী ইন্স্যুরেন্সের ০.৯০ টাকা, পুরবী জেনারেল ইন্স্যুরেন্সের ০.৪০ টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১.২০ টাকা, রুপালী ইন্স্যুরেন্সের ০.৯০ টাকা, রুপালী লাইফের ১.৫০ টাকা, সন্ধানী লাইফের ২.৩০ টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ০.৫০ টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের ০.৯০ টাকা, তাকাফুল ইন্স্যুরেন্সের ১ টাকা এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের দর বেড়েছে ০.৮০ শতাংশ। অন্যদিকে, সোনারবাংলা ইন্স্যুন্সের দর কমেছে ০.১০ টাকা, রিলায়েন্স ইন্স্যুরেন্সের কমেছে ১ টাকা এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল অপরিবর্তীত।

ডিএসই’তে টপটেন গেইনারে থাকা এ খাতের ৬টি কোম্পনি হল: গ্লোবল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।

সিএসই’তে টপটেন গেইনারের শীর্ষে থাকা এ খাতের ৫টি কোম্পানি হল: প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।

শেয়ারবাজারনিউজ/রু/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.