আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ ডিসেম্বর ২০১৫, শনিবার |

kidarkar

স্পট মার্কেটে সাপ্তাহিক লেনদেন ছাড়িয়েছে ২৩ কোটি

spotশেয়ারবাজার ডেস্ক: বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সমাপ্ত সপ্তাহে স্পট মার্কেটে ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে এসব কোম্পানির মোট ১ কোটি ৫ লাখ ৮০ হাজার ৩৩৮টি শেয়ার ৮ হাজার ৫৮ বার লেনদেন হয়েছে। যার বাজারদর ২৩ কোটি ২৭ লাখ ২৫ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

গত সপ্তাহে স্পট মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো হল- অলটেক্স, সিএমসি কামাল, জেমিনি সী ফুড, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট, শাহজিবাজার পাওয়ার, তাল্লু স্পিনিং, ইউনাইটেড এয়ার, এনভয় টেক্সটাইল এবং বাটা সু।

সূত্রমতে, গত সপ্তাহে অলটেক্সের ১০ লাখ ১৯ হাজার ৪৪৫টি শেয়ার ৮৬৬ বার লেনদেন হয়। যার বাজার দর ১ কোটি ৯৫ লাখ ২ হাজার টাকা।

সিএমসি কামালের ২ লাখ ৩ হাজার ৩৪১টি শেয়ার ১৯১ বার লেনদেন হয়। যার বাজার দর ২৬ লাখ ১০ হাজার টাকা।

জেমিনি সী ফুডের ২৪ হাজার ৩৪৬টি শেয়ার ৬০২ বার লেনদেন হয়। যার বাজার দর ৭৫ লাখ ২৯ হাজার টাকা।

মেঘনা কনডেন্সড মিল্কের ২৩ হাজার ২৭৫টি শেয়ার ২৩ বার লেনদেন হয়। যার বাজার দর ১ লাখ ৬৫ হাজার টাকা।

মেঘনা পেটের ৩ হাজার ৫৫০টি শেয়ার ৬ বার লেনদেন হয়। যার বাজার দর ১৯ হাজার টাকা।

শাহজিবাজার পাওয়ারের ৫ লাখ ৩৪ হাজার ৪৫৭টি শেয়ার ২ হাজার ১৫ বার লেনদেন হয়। যার বাজার দর ৭ কোটি ২৭ লাখ ৫৫ হাজার টাকা।

তাল্লু স্পিনিংয়ের ১৩ লাখ ৭৯ হাজার ৯১৪টি শেয়ার ১ হাজার ৬৩৩ বার লেনদেন হয়। যার বাজার দর ২ কোটি ৭২ লাখ ৩৮ হাজার টাকা।

ইউনাইটেড এয়ারের ৬৪ লাখ ৫২ হাজার ৬৩৬টি শেয়ার ১ হাজার ৬৩২ বার লেনদেন হয়। যার বাজার দর ৫ কোটি ৬২ লাখ ৫৪ হাজার টাকা।

এনভয় টেক্সটাইলের ৯ লাখ ৩৮ হাজার ১৫৬টি শেয়ার ১ হাজার ৫৩ বার লেনদেন হয়। যার বাজার দর ৪ কোটি ৫০ লাখ ৪৮ হাজার টাকা।

এবং বাটা সুয়ের ১ হাজার ২১৮টি শেয়ার ৩৭ বার লেনদেন হয়। যার বাজার দর ১৬ লাখ ৫ হাজার টাকা।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.