আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ ডিসেম্বর ২০১৫, সোমবার |

kidarkar

ইতিবাচক হবে পুঁজিবাজার: ডিএসই

DSEশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারকে সম্প্রসারিত ও গতিশীল করার জন্য ব্যাংকের বিনিয়োগ সংক্রান্ত নীতিমালা শিথিল করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক গতকাল (২০ ডিসেম্বর) ব্যাংক-কোম্পানি কর্তৃক পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত নীতিমালা শীর্ষক একটি সার্কুলার জারি করেছে। আর এ জন্য বাংলাদেশ ব্যাংকের গর্ভণর ড. আতিউর রহমানকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পাশাপাশি এটি পুঁজিবাজারের জন্য ইতিবাচক হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

সোমবার ডিএসইর উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ ও প্রকাশনা) মোঃ শফিকুর রহমান স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেয়ারবাজারের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ গুরুত্বারোপ, ইতিবাচক দৃষ্টিভঙ্গী ও মনোভাবের কল্যাণে ব্যাংকের বিনিয়োগ সংক্রান্ত বিধিমালা পরিপালন সহজতর হবে এবং এর ইতিবাচক প্রভাব পুঁজিবাজারে পড়বে বলে আশা করা যাচ্ছে। এই সার্কুলারের ফলে ব্যাংকের যে সব সাবসিডিয়ারী কোম্পানি আছে তার মূলধনকে ব্যাংকের পুঁজিবাজারে এক্সপোজারে মধ্যে আনা হবে না।

এ সাবসিডিয়ারীর মূলতঃ ২ ধরনের প্রতিষ্ঠান, একটি হলো ব্রোকারেজ হাউজ, অপরটি হলো মার্চেন্ট ব্যাংক। এ দুটির মূলধন যদি এক্সপোজারে গণনা না হয় তাহলে পুঁজিবাজারের এক্সপোজারের সীমা সমন্বয়ের বর্তমান যে সমস্যা আছে তা অনেকাংশে কমে যাবে। আর বিষয়টি বাজারের জন্য ইতিবাচক হিসেবেই কাজ করবে বলে মনে করছে ডিএসই।

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.