আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার |

kidarkar

চাঙ্গা হয়ে উঠেছে এশিয়ার বাজার

asian marketশেয়ারবাজার ডেস্ক: ইতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারে। গত দিনের তুলনায় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড) দাম ৩ শতাংশেরও বেশি কমে গেছে। আর উন্নত মানের অপরিশোধিত ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে প্রায় ১১ বছরের মধ্য সর্বনিম্ন দরে। কিন্তু তা সত্ত্বেও চাঙ্গা হয়ে উঠেছে এশিয়ার শেয়ারবাজার।

সংবাদ মাধ্যম বিবিসি জানায়, প্রযুক্তি খাতের কোম্পানি তোশিবার শেয়ার দর এদিন এক ধাক্কায় ২.৭ শতাংশ বেড়ে যাওয়ায় এর ইতিবাচক প্রভাব পড়ে জাপানের বাজারে।  মঙ্গলবার নিক্কেই সূচক লেনদেনের শুরুতে গতদিনের খরা কিছুটা কাটিয়ে উঠে। দিন শেষে বাজার ০.৬ শতাংশ বেড়ে ১৮ হাজার ৯৮২.২৩ পয়েন্টে শেষ হয়।

বিবিসির খবরে বলা হয়, এদিন চীনের বাজারে সাংহাই কম্পোজিট সূচক ০.৯ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৬৩.৭৪ পয়েন্টে শেষ হয়েছে। হংকংয়ের হ্যাং সেং সূচক ০.৩ শতাংশ বেড়ে লেনদেন শেষ হয়েছে ২৮ হাজার ৪৪২.৭৫ পয়েন্টে।

চারদিনের ছুটি শেষে মঙ্গলবার ৮ কার্যদিবসের মতো ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার বাজার। বেঞ্চমার্কে এসএন্ডপি/এএসএক্স ২০০ সূচক এদিন ১.২ শতাংশ বেড়ে লেনদেন শেষ হয় ৫ হাজার ২৬৭.৩০ পয়েন্টে। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকও এদিন ০.১ শতাংশ বেড়ে ১ হাজার ৯৬৬.৩১ পয়েন্টে বাজার শেষ করে।

এদিকে তেল রপ্তানিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠেছে ইরানে। রপ্তানি বাড়ানোরও পরিকল্পনা নিয়েছে দেশটি। এতে করে বিশ্ব বাজারে এ পণ্যের দর আরও কমেছে।  ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠার পর দেশটি চাইছে দিনে ৫ লাখ ব্যারেল তেল রপ্তানি করবে। এতে করে তেলের দাম আরও কমে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এমনটি হলে জ্বালানি খাতের শেয়ারকে আরও চাপে ফেলাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

শেয়ারবাজারনিউজ/ম

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.