আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ ফেব্রুয়ারী ২০১৫, সোমবার |

kidarkar

২০০০ মিটার উঁচুতে বরফের গির্জা!

gurjaশেয়ারবাজার ডেস্ক: ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২০০০ মিটার উঁচুতে নিমার্ণ হয়েছে বরফের গির্জা। রোমানিয়ার ফ্যাগারাস পাহাড়ের চূড়ায় বরফ দিয়ে তৈরি করা হয়েছে এ গির্জা। ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে এই গির্জায় প্রতিদিন হাজির হচ্ছে ধর্মপ্রাণ খ্রিষ্টানরা।

জানা যায়, শীত শুরুর পরপরই ব্যলিয়া লেক রিসোর্টের কাছাকাছি বরফের তৈরি গির্জা বানানোর তোড়জোড় শুরু করে রোমানিয়ারা। তীব্র শীতে বরফ কেটে তৈরি করা হয় দৃষ্টিনন্দন এ গির্জা। গত দশ বছরের মতো এবারও সেই ঐতিহ্য ধরে রেখেছেন স্থানীয়রা। বড় দিনের পরপরই শুরু হয় ফ্যাগারাস লেকের থেকে বরফ কাটার কাজ। তারপর পানি ও তুষার ব্যবহার করে বরফের টুকরাগুলোকে জোড়া লাগিয়ে গির্জা তৈরি করা হয়।
অর্থডক্স খ্রিষ্টানরা প্রথম প্রথম এই ক্ষণস্থায়ী গির্জার সমালোচনা করত। তাঁরা বলত যে, গির্জা কিছুদিনের মধ্যেই উধাও হয়ে যায় সেটা কখনো স্রষ্টার আশীর্বাদপুষ্ট হতে পারে না।

এ বিষয়ে ধর্মপ্রাণ খ্রিষ্টান মির্কিয়া কর্ডিয়া জানান, ‘যীশু খ্রিষ্ট বলেছেন যে জায়গাতেই দুই বা তিনজন তাঁর নামে একত্রিত হবে সেই জায়গাটাই একটা গির্জা। এই বিবেচনায় আমরা এতজন মানুষ এখানে প্রার্থনা করতে একত্রিত হয়েছি, তাই এটাকেও গির্জার মর্যাদা দিতে হয়।’

২০ ফুট উঁচু, ৪৫ ফুট দীর্ঘ আর ২৩ ফুট প্রস্থের এই গির্জা তৈরি করতে ব্যবহৃত হয়েছে বিশাল আকৃতির বরফ খন্ড। সাধারণত বড় আকৃতির বরফের টুকরা ব্যবহার করা হলে, সেগুলো গলতেও বেশি সময় লাগে। ফলে বেশীদিন টেকসই হয় গির্জা। আর ভূ-পৃষ্ঠ থেকে ২০০০ মিটার উঁচুতে অবস্থিত এই গির্জা দেখতে ও এখানে প্রার্থনা করতে ক্যাবল কারের মাধ্যমে এসে থাকে নানা প্রান্তের মানুষ।
শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.