আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ জানুয়ারী ২০১৬, বুধবার |

kidarkar

১০ কোম্পানিতে আইসিবির বিনিয়োগ ২ হাজার কোটি টাকা

icbশেয়ারবাজার রিপোর্ট: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানিতে। এ সকল কোম্পানির মোট ১৬ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ৩৯৩টি শেয়ারে আইসিবির বিনিয়োগের পরিমাণ রয়েছে ২ হাজার ১ কোটি ৩৮ লাখ ৯৩ হাজার ৩৬০ টাকা। আইসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রায় সব কোম্পানিতেই আইসিবির বিনিয়োগ রয়েছে। কিন্তু এর মধ্যে ১০ কোম্পানিতে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে রাষ্ট্রায়ত্ত্ব এই প্রতিষ্ঠান। কোম্পানিগুলো হলো: ওষুধ ও রসায়ন খাতের স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, রেনেটা, জ্বালানী ও বিদ্যুৎ খাতের তিতাস গ্যাস, যমুনা অয়েল,পাওয়ার গ্রিড লিমিটেড, বিবিধ খাতের বেক্সিমকো লিমিটেড, টেলিযোগাযোগ খাতের গ্রামীণফোন,সিমেন্ট খাতের হাইডেলবার্গ সিমেন্ট এবং প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিল লিমিটেড।

এসকল কোম্পানিরগুলোর মধ্যে স্কয়ার ফার্মা লিমিটেডে আইসিবির সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে। এই কোম্পানির ১ কোটি ৯০ লাখ ১১ হাজার ১০৩টি শেয়ার ২০১.১৭ টাকা দরে কিনেছে আইসিবি। যার কস্টিং মূল্য দাঁড়িয়েছে ৪০০ কোটি ৫৭ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা।

গ্রামীণফোনের ১ কোটি ৪২ লাখ ২২ হাজার ৯৪২টি শেয়ার ২৪২.৮৪ টাকা দরে বিনিয়োগ রয়েছে ৩৪৫ কোটি ৩৯ লাখ ২২ হাজার ৪৭০ টাকা।

তিতাস গ্যাসের ৩ কোটি ২৩ লাখ ৯১ হাজার ২৩৫টি শেয়ার ৭৩.১২ টাকা দরে বিনিয়োগ রয়েছে ২৩৬ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ২০০ টাকা।

যমুনা অয়েলের ৯৬ লাখ ৭৫ হাজার ৮৯৩টি শেয়ার ১৮৬.৩৫ টাকা দরে বিনিয়োগ রয়েছে ১৮০ কোটি ৩০ লাখ ৫৫ হাজার ১৩৮ টাকা। এছাড়া পাওয়ার গ্রিডের ২ কোটি ৭৯ লাখ ১০ হাজার ৫ টি শেয়ার ৬১.০৪ টাকা দরে বিনিয়োগ রয়েছে ১৭০ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার ৮০ টাকা।

বেক্সিমকো ফার্মার ৩ কোটি ১৪ লাখ ১২ হাজার ৩৬৪টি শেয়ার ৪৯.৩৮ টাকা দরে বিনিয়োগ রয়েছে ১৫৫ কোটি ১২ লাখ ৪৪ হাজার ৮৩১ টাকা।

বেক্সিমকো লিমিটেডের ২ কোটি ১৭ লাখ ১ হাজার ৫১০টি শেয়ার ৬৮.৬২ টাকা দরে বিনিয়োগ রয়েছে ১৪৮ কোটি ৯১ লাখ ২৬ হাজার ৭৫৩ টাকা।

হাইডেলবার্গ সিমেন্টের ৩৭ লাখ ৫৮ হাজার ২৯৯টি শেয়ার ৩৮১.৯০ টাকা দরে বিনিয়োগ রয়েছে ১৪৩ কোটি ৫২ লাখ ৭৫ হাজার ৯২২ টাকা।

বিএসআরএম স্টিলের ১ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ১৪ টি শেয়ার ৮৩.৯৯ টাকা দরে বিনিয়োগ রয়েছে ১১৫ কোটি ২ লাখ ৯ হাজার ৪৮২ টাকা। সর্বশেষ রেনেটা লিমিটেডের ২৯ লাখ ২৪ হাজার ৯৯৮টি শেয়ার ৬১.০৪ টাকা দরে বিনিয়োগের পরিমাণ রয়েছে ১০৫ কোটি ৩০ লাখ ৫১ হাজার ৫৮২ টাকা।

শেয়ারবাজারনিউজ/মু/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.