আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ জানুয়ারী ২০১৬, সোমবার |

kidarkar

প্রধানমন্ত্রীর আশ্বাসে চাঙ্গা বস্ত্র খাত

taxtile-logo-6শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বস্ত্র খাতের পালে হাওয়া লেগেছে। সোমবার (১৮ জানুয়ারি) এ খাতে লেনকৃত প্রায় ৯৩ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এমনকি আজ দর বাড়ার শীর্ষ ১০ তালিকায় রয়েছে এ খাতের ৫টি কোম্পানি।

গতকাল (১৮ জানুয়ারি) নিজ কার্যালয়ে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিজিএমইএর নেতারা পোশাকশিল্পের জ্বালানি, ব্যাংক সুদের হার কমানোসহ বেশ কিছু বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের তৈরি পোশাকশিল্পকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এ খাতের সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে । সেই সঙ্গে তৈরি পোশাকশিল্পের জন্য নতুন নতুন বাজার সৃষ্টিরও তাগিদ দেন তিনি। পাশাপাশি বিজিএমইএর নেতাদের তৈরি পোশাকশিল্পের পরিবেশ ভালো করার তাগিদ দিয়ে শেখ হাসিনা মুন্সীগঞ্জে সরকারের পোশাকশিল্প পল্লীতে কারখানা নির্মাণেরও আহ্বান জানান।আর প্রধানমন্ত্রীর এমন আহ্বানে বস্ত্র খাতে কোম্পানিরগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশী ছিলো বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বিশ্লেষণে দেখা গেছে,পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত ৪৩টি কোম্পানি রয়েছে। এর মধ্যে আজ  ৩৮ কোম্পানির শেয়ার দর বেড়েছে। অপরিবর্তিত রয়েছে ১টির এবং লেনদেন হয়নি ১টি কোম্পানির।

বস্ত্র খাতে থাকা কোম্পানিগুলোর মধ্যে আলহাজ টেক্সটাইলের দর বেড়েছে ৩.২০ টাকা, অলটেক্সের ১.২০ টাকা, আনলিমা ইয়ার্ণের ২.২০ টাকা, আরগন ডেনিমসের ০.৪০ টাকা, সিএমসি কামালের ১.৪০ টাকা, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ০.৬০ টাকা, ঢাকা ডাইংয়ের ০.৪০ টাকা, ডেল্টা স্পিনিংয়ের ১.০০ টাকা, দেশ গার্মেন্টসের ১৩.২০ টাকা, এনভয় টেক্সটাইলের ০.৯০ টাকা, ফ্যামিলি টেক্সের ০.৩০ টাকা, ফারইষ্ট নিংটিংয়ের ০.৪০ টাকা, জেনারেশন নেক্সটের ০.৬০ টাকা, হামিদ ফেব্রিক্সের ১.৬০ টাকা, এইচআর টেক্সটাইলের ২.২০ টাকা, ম্যাকসন স্পিনিংয়ের ০.৭০ টাকা, মালেক স্পিনিংয়ের ০.৪০ টাকা, মেট্রো স্পিনিংয়ের ০.৫০ টাকা, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ১.৩০ টাকা, মিথুন নিটিংয়ের ১.৫০ টাকা, মডার্ন ডাইংয়ের ৫.৬০ টাকা, প্রাইম টেক্সের ১.০০ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ১.০০ টাকা, রহিম টেক্সটাইলের ৩.০০ টাকা, রিজেন্ট টেক্সটাইলের ০.৯০ টাকা, আরএন স্পিনিংয়ের ০.৭০ টাকা, সাফকো স্পিনিংয়ের ১.১০ টাকা, সায়হাম কটনের ০.৭০ টাকা, সায়হাম টেক্সের ১.৫০ টাকা, শাশা ডেনিমসের ০.৮০ টাকা, সিমটেক্সের ০.৪০ টাকা, সোনারগাঁও টেক্সটাইলের ০.৫০ টাকা, স্কয়ার টেক্সটাইলের ১.১০ টাকা, স্টাইল ক্রাফটের ৭.৮০ টাকা, তসরিফার ০.৯০টাকা, তুং-হাই নিটিংয়ের ০.৮০ টাকা, জাহিন স্পিনিংয়ের ১.৫০ টাকা এবং জাহিন টেক্সের শেয়ার দর বেড়েছে ০.১০ টাকা।

উল্লেখ্য, সিএমসি কামাল, আনলিমা ইয়ার্ণ, এইচআর টেক্সটাইল, ডেল্টা স্পিনিং এবং সায়হাম টেক্সটাইল গেইনারের তালিকায় রয়েছে।

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.