আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ জানুয়ারী ২০১৬, রবিবার |

kidarkar

প্রিমিয়াম চাওয়া ১০ কোম্পানিকে পুনরায় আবেদনের নির্দেশ

BSECশেয়ারবাজার রিপোর্ট : ফিক্সড প্রাইস মেথডে প্রিমিয়াম চাওয়া ১০ কোম্পানিকে বুক বিল্ডিং পদ্ধতিতে পুনরায় আবেদন করার নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ২০ জানুয়ারি, ২০১৬ তারিখে ফিক্সড প্রাইস মেথডের পরিবর্তে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু রুলস), ২০১৫ সংশোধনী অনুযায়ী বুক বিল্ডিং পদ্ধতিতে পুনরায় আবেদনের জন্য প্রিমিয়াম চাওয়া এ কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক বরাবর চিঠি দেয় বিএসইসি।

কোম্পানিগুলো হলো: সামিট উত্তরাঞ্চল পাওয়ার লি:, বারাকা পতেঙ্গা পাওয়ার, এসটিএস হোল্ডিং, শামসুল আলামিন রিয়েল অ্যাস্টেট, এনডিএ টেলিকম, মদিনা সিমেন্ট ইন্ডাস্ট্রি, ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট, ডেল্টা হসপিটাল, আফতাব হেচারি এবং করিম স্পিনিং মিলস লি:।

কোম্পানিগুলোকে পুনরায় আবেদন করার নির্দেশ দিয়ে চিঠিতে বলা হয়েছে, কমিশন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস, ২০০৬ সংশোধন করে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস, ২০১৫ প্রবর্তন করেছে। আর নতুন আইন অনুযায়ী শুধুমাত্র বুক বিল্ডিং পদ্ধতিতেই প্রিমিয়াম নিয়ে প্রাথমিক গণ প্রস্তাবের মাধ্যমে পুঁজি উত্তোলন করা যাবে। ফিক্সড প্রাইস পদ্ধতিতে প্রিমিয়াম নেয়া যাবে না।

এ বিষয়ে বিএসইসি’র একাধিক কর্মকর্তা শেয়ারবাজারনিউজ ডটকমকে বলেন, পাবলিক ইস্যু রুলস সংশোধনের আগেই বেশকিছু কোম্পানি ফিক্স প্রাইস পদ্ধতিতে আইপিও’র মাধ্যমে প্রিমিয়ামসহ পুঁজি উত্তলনের আবেদন করেছিল। কিন্তু পাবলিক ইস্যু রুলস সংশোধন চূড়ান্তভাবে অনুমোদন হওয়ায় ফিক্সড প্রাইস পদ্ধতিতে এসব কোম্পানির প্রিমিয়াম নেয়ার সুযোগ নেই। তাই তাদেরকে প্রিমিয়াম নিতে চাইলে বুক বিল্ডিং পদ্ধতিতে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর জনমত জরিপ শেষে বিএসইসি পাবলিক ইস্যু রুলস, ২০১৫ চূড়ান্ত অনুমোদন দেয়। সম্প্রতি প্রিমিয়াম নিয়ে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার দরে নেতিবাচক প্রভাব থাকায় সাধারণ বিনিয়োগকারীরা ব্যাপক লোকসানে পড়ে। আর প্রিমিয়াম দিয়ে এসব কোম্পানিকে তালিকাভুক্তির অনুমোদন দেয়ায় বিএসইসিকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। এছাড়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে পুঁজিবাজার উন্নয়ন প্রকল্পে পাবলিক ইস্যু রুলস সংশোধনের শর্ত দেয়া ছিল।

তবে গত ৫ জানুয়ারি, ২০১৬ তারিখে বিএসইসি ৫৬৩তম কমিশন সভায় এনার্জি প্যাক পাওয়ারকে ১৫ টাকা প্রিমিয়ামসহ ফিক্সড প্রাইস পদ্ধতিতে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজি উত্তোলনের অনুমোদন দেয়া হয়।

এ প্রসঙ্গে বিএসইসি’র মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো: সাইফুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এনার্জি প্যাকের আইপিও অনুমোদন পাবলিক ইস্যু রুলস সংশোধন অনুমোদনের আগে থেকেই কমিশন সভার কার্যসূচীতে ছিল। তাই কোম্পানিটিকে ২০০৬ সালের আইন অনুযায়ী অনুমোদন দেয়া হয়েছে।

শেয়ারবাজারনিউজ/তু/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.