আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ ফেব্রুয়ারী ২০১৬, সোমবার |

kidarkar

এপেক্স স্পিনিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

apex spiningশেয়ারবাজার ডেস্ক: তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত (অক্টোবর-ডিসেম্বর ১৫) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ‌এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে হয়েছে ০.৫৩ টাকা (উইথ ফেয়ার ভেল্যুয়েশন সারপ্লাস/ডিফিসিট)। এছাড়া কোম্পানিটির  ইপিএস হয়েছে ০.৯১ টাকা (উইথআউট ফেয়ার ভেল্যুয়েশন সারপ্লাস/ডিফিসিট)। যা আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস (ইপিএস উইথ ফেয়ার ভেল্যুয়েশন সারপ্লাস/ডিফিসিট) ছিল ০.৫৫ টাকা এবং ইপিএস (উইথআউট ফেয়ার ভেল্যুয়েশন সারপ্লাস/ডিফিসিট)  ছিল ০.৬৮ টাকা।

এদিকে গত ৯ মাসে (এপ্রিল-ডিসেম্বর ১৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪৪ টাকা (উইথ ফেয়ার ভেল্যুয়েশন সারপ্লাস/ডিফিসিট) এবং ইপিএস ২০.১ টাকা (উইথআউট ফেয়ার ভেল্যুয়েশন সারপ্লাস/ডিফিসিট)। যা আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১.২৬ টাকা (উইথ ফেয়ার ভেল্যুয়েশন সারপ্লাস/ডিফিসিট) এবং ইপিএস ১.৭১ টাকা (উইথআউট ফেয়ার ভেল্যুয়েশন সারপ্লাস/ডিফিসিট)।

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.