আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ ফেব্রুয়ারী ২০১৬, সোমবার |

kidarkar

ডিএসইতে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা, সিএসইতে আইটিসি

turnover -sharebazarnewsশেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে (৮ ফেব্রুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই অবস্থানে রয়েছে তথ্য প্রযুক্তি খাতের আইটি কনসালটেন্ট লিমিটেড (আইটিসি)। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য পাওয়া যায়।

ডিএসই: সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেক্সিমকো ফার্মার মোট ২৩ লাখ ১৯ হাজার ৪৪৪টি শেয়ার ১ হাজার ৮১৭ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ২১ কোটি ৩২ লাখ ৫৯ হাজার টাকা।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্যের মধ্যে অলিম্পিকের শেয়ারে লেনদেন হয়েছে ১১ কোটি ৩৮ লাখ ৯ হাজার টাকা, আইটিসির ১৯ কোটি ৯৬ লাখ ৯ হাজার টাকা, সিটি ব্যাংকের ৯ কোটি ৪ লাখ ২৮ হাজার টাকা, এসিআই ফর্মুলেশনের ৮ কোটি ২৯ লাখ ১১ হাজার টাকা, গ্রামীণ ফোনের ৭ কোটি ৩৭ লাখ ২৩ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৭ কোটি ২৪ লাখ ৬০ হাজার টাকা, এসিআইর ৬ কোটি ৯৭ লাখ ৪৯ হাজার টাকা, ইউনাইটেড পাওয়ারের ৬ কোটি ৮০ লাখ ৯৯ হাজার টাকা, বেক্সিমকোর ৬ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার টাকা, এ্যাপোলো ইস্পাতের ৬ কোটি ৩২ লাখ ৬৮ হাজার টাকা, শাহজিবাজার পাওয়ারের ৬ কোটি ১৫ লাখ ৭২ হাজার টাকা, সাবমেরিন ক্যাবলের ৫ কোটি ১০ লাখ ৩৪ হাজার টাকা, সিভিও পেট্রোকেমিক্যালের ৫ কোটি ১০ লাখ ২৩ হাজার টাকা, এমারাল্ড অয়েলের ৪ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা, লিন্ডে বাংলাদেশের ৪ কোটি ৬৭ লাখ ২৭ হাজার টাকা, ফু-ওয়াং সিরামিকের ৪ কোটি ৪৬ লাখ ৮২ হাজার টাকা, তিতাস গ্যাসের ৪ কোটি ৪৩ লাখ ১২ হাজার টাকা, এ্যাপেক্স ফুডসের ৪ কোটি ১৯ লাখ ৩৭ হাজার টাকা এবং লাফার্জ সুরমার শেয়ারে লেনদেন হয়েছে ৪ কোটি ৬ লাখ ৫৬ হাজার টাকা।

সিএসই: আজ সিএসই’তে আইটিসির ২ লাখ ৫ হাজার ৭৫৮টি শেয়ার ৬৬৯ বার হাতবদল হয়ে লেনদেনের শীর্ষে অবস্থান করে। যার বাজারমূল্য ১ কোটি ১৬ লাখ ৬৪ হাজার টাকা।

সিএসই’তে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্যের মধ্যে সাবমেরিন ক্যাবলের শেয়ারে লেনদেন হয়েছে ৯৩ লাখ ৯০ হাজার টাকা, ইউনাইটেড পাওয়ারের ৮৪ লাখ ৭৬ হাজার টাকা, শাহজিবাজার পাওয়ারের ৭৯ লাখ ৩৩ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকের ৭৮ লাখ ৫০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ৬৭ লাখ ৬১ হাজার টাকা, রিজেন্ট টেক্সটাইলের ৬৬ লাখ ৩৩ হাজার টাকা, বেক্সিমকোর ৬৫ লাখ ১১ হাজার টাকা, এসিআই ফর্মূলেশনের ৫৩ লাখ ২৬ হাজার টাকা, ইউনাইটেড এয়ারের ৫০ লাখ ৮২ হাজার টাকা, ফু-ওয়াং সিরামিকের ৪৪ লাখ ১৮ হাজার টাকা, তিতাস গ্যাসের ৪৩ লাখ ৮৫ হাজার টাকা, খুলনা পাওয়ারের ৩৫ লাখ ৭৩ হাজার টাকা, মিরাকেল ইন্ডাস্ট্রিজের ৩২ লাখ ৭৩ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৩১ লাখ ৮৫ হাজার টাকা, ফার কেমিক্যালের ৩১ লাখ ১৪ হাজার টাকা, মেঘনা লাইফের ২৮ লাখ ৭২ হাজার টাকা, গ্রামীণ ফোনের ২৮ লাখ ৪৭ হাজার টাকা, সিটি ব্যাংকের ২৮ লাখ ৩৪ হাজার টাকা এবং লাফার্জ সুরমার শেয়ারে লেনদেন হয়েছে ২৭ লাখ ২৪ হাজার টাকা।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.