আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ ফেব্রুয়ারী ২০১৫, রবিবার |

kidarkar

পিসি স্লো হওয়ার কারন!

slow-computerশেয়ারবাজার ডেস্ক : বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে কোনো পরিবারে কম্পিউটার না থাকাটা অনেকটা আষাঢ়ে গল্পের মতো। আমাদের দৈনন্দিন প্রায় সকল কাজের মধ্যে কম্পিউটারের ভূমিকা বিদ্যমান। কিন্তু সেই কম্পিউটারের কার্যক্রম যদি স্লো হয় তবে কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটার আশঙ্কা থাকে। তাই পিসি কেন স্লো হয় তা জেনে নিলে সহজেই প্রতিকার মূলক ব্যবস্থা নেয়া সম্ভব।

সে ধরনের কয়েকটি কারণ নিচে উল্লেখ করা হল :

১। পিসি স্লো হবার পেছনে সবচেয়ে বড় কারণ সঠিকভাবে ব্যবহার না করা ।

২। পিসি’র পারফরমেন্স অপারেটিং সিস্টেমের ওপরেও নির্ভরশীল।

৩। প্রয়োজনের বেশি সফটওয়্যার ইন্সটল করা ।

৪। একসঙ্গে দু’টি অ্যান্টিভাইরাস চালালে।

৫। ডেক্সটপে অনেক আইটেম থাকলে।

৬। রেজিষ্ট্রি ত্রুটি এবং বিশৃঙ্খল অবস্থার কারণে।

৭। সম্প্রতি ফাইল বা সঞ্চিত ফাইলগুলো না ডিলিট করলে।

৮। অপ্রচলিত হার্ডওয়্যার ড্রাইভারের কারণে।

এই বিষয়গুলো মাথায় রেখে প্রতিকারমূলক ব্যবস্থা নিলেই সহজে কম্পিউটারের গতি স্লো প্রতিরোধ করা সম্ভব।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.