আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ ফেব্রুয়ারী ২০১৫, রবিবার |

kidarkar

১৩০ রানের বিশাল জয় পেল ভারত

206607.3শেয়ারবাজার ডেস্ক: পরিসংখ্যান দক্ষিণ আফ্রিকার পক্ষে থাকলেও তাদের নাকানিচুবানি খাইয়ে জয় ছিনিয়ে নিলো ভারত। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে ১৩০ রানে বিশাল জয় পায় মহেন্দ্র সিং ধোনির দল।  বিশ্বকাপে এর আগে কখনোই দক্ষিণ আফ্রিকাকে হারাতে না পারার জ্বালা মেটাতেই যেন এদিন মাঠে নামে ভারতীয়রা। টস জিতে ব্যাটিং নেমে শিখর ধাওয়ানের অনবদ্য সেঞ্চুরি ও অজিঙ্কা রাহানের ৭৮ রানের ঝোড়ো ইনিংস।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টসে জিতে প্রথমে ব্যাট করে স্কোর বোর্ডে সাত উইকেটে ৩০৭ রান জমা করে ভারত। ৩০৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪০.২ ওভারে মাত্র ১৭৭ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

লক্ষ্য তাড়া করতে প্রোটিয়াদের হয়ে ইনিংস উদ্বোধন করেন হাশিম আমলা এবং কুইন্টন ডি কক। আর ভারতের হয়ে বোলিং সূচনা করেন উমেশ যাদব। ম্যাচের চতুর্থ ওভারেই ডি কককে ফেরান মোহাম্মদ সামি। দলীয় ১২ রানে মিড অফে দাঁড়ানো বিরাট কোহলির হাতে ধরা পড়ার আগে ডি কক করেন ৭ রান। এতে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে কোনো শতক ছাড়াই সাজঘরে ফেরেন ডি কক। ওপেনার ডি কককে হারানোর পর ব্যক্তিগত ২২ রান করে আরেক ওপেনার হাশিম আমলা মোহিত শর্মার বলে সামির হাতে ধরা পড়েন। ১১তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৪০ রানে ফেরেন আমলা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় সাউথ আফ্রিকা। অবশেষে ১৭৭ রানেই থামে তাদের ইনিংস।

ভারত একাদশ
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, মোহিত শর্মা ও উমেশ যাদব।

দক্ষিণ আফ্রিকা একাদশ
হাশিম আমলা, কুইন্টন ডি কক,  ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ওয়েইন পারনেল, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল ও ইমরান তাহির।

এদিকে ডুনেডিনে বিশ্বকাপের অপর ম্যাচে আফগানিস্তানেকে হারিয়েছে শ্রীলংকা।  প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৩২ রান করে অফগানরা। জবাবে ৪৮.২ ওভারে ৬ উইকেটে ২৩৬ রান তুলে ম্যাচ জিতে নেয় শ্রীলংঙ্কা। সেঞ্চুরিয়ান জয়াবর্ধনে ম্যাচ সেরা হন।

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.