আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ ফেব্রুয়ারী ২০১৫, মঙ্গলবার |

kidarkar

গেইল ঝড়ে বিধ্বস্ত জিম্বাবুয়ে: সর্বোচ্চ রানের রেকর্ড

gailশেয়ারবাজার রিপোর্ট: বিশ্বকাপ ইতিহাসে একদিনের ম্যাচে সর্বোচ্চ রানের অধিকারী হলেন ওয়েস্ট ইন্ডিজের দানবীয় ব্যাটসম্যান ক্রিস গেইল। তার ব্যাটিং ঝড়ে বিধ্বস্ত হয়েছে জিম্বাবুয়ের বোলাররা।

বিশ্বকাপের ১১তম আসরের ১৫তম ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ম্যানুকাল ওভালে  জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ।

নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৩৭২রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে জিম্বাবুয়ের টার্গেট ৩৭৩ রান। জবাবে, ৪৪.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

ওয়েস্ট ইন্ডিজের ৩৭৩ রানের  মধ্যে ১৪৭ বলে ২১৫ রান  করেন শেষ বলে আউট হন গেইল। অপর প্রান্তে থাকা স্যামুয়েলস করেছেন ১৫৬ বলে ১৩৩ রান। এর ফলে সর্বোচ্চ রানের জুটি গড়লেন তারা। এদিকে আজকের ম্যাচে ১৬ টি ছ্ক্কা ও ১০ চারের মার মেরেছেন গেইল। এর ফলে বিশ্বকাপের সর্বোচ্চ ছ্ক্কা তালিকার ২য় স্থানে উঠে এসেছেন তিনি। এছাড়াও আজকের সেঞ্চুরির মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির অধিকারী এখন গেইল।

এর আগে শুরুতেই উইকেট হারায় তারা। ইনিংসের ২য় বলে উদ্বোধনী ব্যাটসম্যান ডোয়াইন স্মিথকে বোল্ড করে সাজঘরে পাঠান পানিয়াঙ্গারা। ১৭.৫ ওভারে ৫১ বলে ব্যক্তিগত অর্ধশত রান করেন ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল। এরপর ১০৫ বল খেলে ব্যক্তিগত শতরান করেন তিনি। ৩০.৫ ওভারে ৯৫ বল খেলে ব্যক্তিগত অর্ধশত রান করেন স্যামুয়েলস।

 

ওয়েস্ট ইন্ডিজ দল:

জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, মারলন স্যামুয়েলস, জনাথন কার্টার, দিনেশ রামদিন, লেন্ডল সিমন্স, ড্যারেন সামি, আন্ড্রু রাসেল, জেরোম টেলর এবং নিকিতা মিলার।

জিম্বাবুয়ে দল:

এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, হামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেইলর, শেন উইলিয়ামস, ক্রেইগ আরভিন, স্ট্রুট মাতসিকেনইয়ারি, তিনাশে পানিয়াঙ্গারা, তেন্দাই চাতারা এবং তাফাজ্জা কামুনগোজি।

 

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.