আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ মার্চ ২০১৬, রবিবার |

kidarkar

জাতিসংঘসহ ৪ সংস্থায় বাংলাদেশ ব্যাংকের চিঠি

ramitance_bbশেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ উদ্ধার চেষ্টার অংশ হিসেবে জাতিসংঘসহ ৪ টি সংস্থায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।

শুভঙ্কর সাহা বলেন, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক, আর্থিক গোয়েন্দা ইউনিট (এএমএলসি), নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রধান ও জাতিসংঘে এই চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তিনি আরো বলেন, আজ দুপুরে বাংলাদেশ ব্যাংকের সকল বিভাগের জিএম, নির্বাহী পরিচালক ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেছেন নতুন গভর্নর । এ সময় নতুন গভর্নর ফজলে কবির বলেছেন, বাংলাদেশ ব্যাংকের আইটি নিরাপত্তাকে সর্বোচ্চ পর্যায়ে শক্তিশালী করার জন্য কাজ করে যেতে হবে। ব্যাংক কর্মকর্তাদের নির্ভয়ে কাজ করে যেতে বলেছেন তিনি।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.