আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ মার্চ ২০১৬, মঙ্গলবার |

kidarkar

সামিট পাওয়ার ও সামিট পূর্বাঞ্চল পাওয়ারের মার্জার: ইজিএম ২৭এপ্রিল

sumitশেয়ারবাজার ডেস্ক: মার্জারের লক্ষ্যে বিশেষ সাধারণ সভা (ইজিএম) এর তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকভুক্ত সামিট সামিট পাওয়ার এবং সামিট পূর্বাঞ্চল পাওয়ার। সামিট পাওয়ারের সাথে সামিট পূর্বাঞ্চল পাওয়ার সহ মোট তিনটি কোম্পনি মার্জার করতে চায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সামিট পূর্বাঞ্চল পাওয়ারের ইজিএম আগামী ২৭ এপ্রিল বিকাল ৩টায় এবং সামিট পাওয়ারের ইজিএম একই দিনে বিকাল ৫টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে আগামী ৫ এপ্রিল।

উল্লেখ্য, গত ১৬মার্চ পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ারের সঙ্গে একীভুত করনের সিদ্ধান্ত নিয়েছে একই গ্রুপের ৩ সহযোগী প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ। কোম্পানিগুলো হল: সামিট পূর্বাঞ্চল পাওয়ার লিমিটেড, সামিট উত্তারঞ্চল পাওয়ার লিমিটেড ও সামিট নারায়নগঞ্জ পাওয়ার লিমিটেড।

জানা যায়, একীভূতকরণে শেয়ার বিনিময় হার অনুযায়ী সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, উত্তারঞ্চল পাওয়ার কোম্পনি ও সামিট নারায়নগঞ্জ পাওয়ার কোম্পানির প্রতি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের যথাক্রমে ১.৩০৯টি, ১.৬৬৮টি ও ১.৪৭৫টি শেয়ার দেওয়া হবে। ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে কোম্পানিগুলোর ওয়েটেড এভারেজ সম্পদমূল্যের ভিত্তিতে শেয়ারের এ বিনিময় হার নির্ধারণ করা হয়েছে।

এদিকে একীভূতকরনের প্রস্তাব অনুমোদনে কোম্পানি আইন ১৯৯৪ এর ২২৮ ও ২২৯ ধারা অনুযায়ী তা অনুমোদনে উচ্চ আদালতে উপস্থাপন করা হবে। পাশাপাশি কোম্পানিগুলোর একীভুত হওয়ার বিষয়টি উচ্চ আদালত এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে বলেও কোম্পানি পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.