আজ: মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ইং, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ মার্চ ২০১৬, বৃহস্পতিবার |

kidarkar

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ ব্যাংক’কে ৩২০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

adbশেয়ারবাজার রিপোর্ট : দেশের চারটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংককে চার কোটি ডলার (প্রায় ৩২০ কোটি টাকা) বাণিজ্যিক ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ব্যাংকগুলো হলো: সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও পূবালী ব্যাংক। এর সবগুলোই পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরে এডিবি আবাসিক কার্যালয়ে বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট চার ব্যাংকের সঙ্গে ঋণসংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এ সময় চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দ্বিপাক্ষিক এ চুক্তিতে সিটি ব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, সাউথ ইস্ট ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শহিদ হোসেন ও পূবালী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হালিম চৌধুরী স্বাক্ষর করেন। অপরদিকে এডিবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেড ফাইন্যান্স বিভাগের প্রধান স্টিভেন ব্যাক।

এ সময় এডিবির ট্রেড ফাইন্যান্স বিভাগের প্রধান স্টিভেন ব্যাক বলেন, এই চুক্তির আওতায় এডিবি ও বাংলাদেশি ব্যাংকের পার্টনারশিপ গড়ে উঠবে। এই ঋণ প্রদানের ফলে রফতানি ও কোম্পানির উন্নয়ন ঘটবে। এই কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রদান করা হবে।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.