আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ ফেব্রুয়ারী ২০১৫, শনিবার |

kidarkar

সাপ্তাহিক বাজার: সূচক কমলেও বেড়েছে লেনদেন

price-up-downশেয়ারবাজার রিপোর্ট: দেশের উভয় শেয়ার শেয়ারবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসে সূচক কমলেও বেড়েছে লেনদেন। সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও কমেছে বেশীরভাগ কোম্পানির শেয়ার দর। তবে বাজার মূলধন বেড়েছে।

সপ্তাহ শেষে ডিএসইর ব্রড ইনডেক্স কমেছে ০.৫২ শতাংশ বা ২৫.০১ পয়েন্ট। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ২১৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৪টির। আর লেনদেন হয়নি ১টির। আর সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫০৮ কোটি ৪৮ লাখ ৩ হাজার ৮৫ টাকা।  সপ্তাহজুড়ে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৩০১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ৬১৭ টাকা।

এর আগের সপ্তাহে ডিএসইর ব্রড ইনডেক্স কমেছিল ১.১০ শতাংশ বা ৫৩.৪৯ পয়েন্ট। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৩১৯ কোটি ৮১ লাখ ৬৪ হাজার ৭২৩ টাকা। সে হিসেবে গত সপ্তাহে লেনদেন বেড়েছে বেড়েছে ১৪.২৯ শতাংশ বা ১৮৮ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৩৬২ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৭১ লাখ ৩৪ হাজার ৮৭৬টি। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৩৭ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫২২টি। সে হিসেবে গত সপ্তাহে শেয়ার লেনদেন কমেছে ১৩.৮৯ শতাংশ বা ৫ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৬৪৬ টি।

সপ্তাহ শেষে ডিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ৭১৮ কোটি ২২ লাখ ৯ হাজার ১১৯ টাকা।  সে হিসেবে গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬৭৫ কোটি ৮৭ লাখ টাকা বা ০.২১ শতাংশ।

সপ্তাহ শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে ০.৫০ শতাংশ বা ৪৪ পয়েন্ট। সপ্তাহ শেষে সিএসইর সিএসসিএক্স মূল্যসূচক অবস্থান করছে ৮৮৫৪ পয়েন্টে, যা আগের সপ্তাহ শেষে অবস্থান করে ৮৮৯৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হওয়া ২৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। যা টাকার অংকে লেনদেন হয়েছে ১২২ কোটি ৬২ লাখ ৯৭ হাজার ১৯৮ টাকা।

এর আগের সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছিল ১১১ কোটি ৭৩ লাখ ৩১ হাজার ৫৪২ টাকা। সে হিসেবে গত সপ্তাহে লেনদেন বেড়েছে ১০ কোটি ৮৯ লাখ ৬৫ হাজার ৬৫৬ টাকা।

 

শেয়ারবাজার/অ

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.