আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ জানুয়ারী ২০১৫, সোমবার |

kidarkar

লেবাননে প্রবেশে সিরিয়দের ওপর বিধি-নিষেধ আরোপ

আন্তর্জাতিক ডেস্ক: imagesলেবাননে সিরিয়ার নাগরিকদের প্রবেশে নতুন বিধি-নিষেধ আরোপ করেছে সেদেশের কর্তৃপক্ষ। এখন থেকে সিরীয়দের ভিসা নিয়ে লেবাননে প্রবেশ করতে হবে। এ নিয়ম প্রণয়নের আগে ভিসা ছাড়াই লেবাননে প্রবেশ ও ৬ মাস পর্যন্ত বসবাস করতে পারত সিরীয়রা। খবর বিবিসি।

যুদ্ধাবস্থার কারণে সিরিয়া থেকে প্রতিনিয়তই সাধারণ মানুষ সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশ লেবাননে চলে যাচ্ছে। ধারণা করা হয়, বর্তমানে দেশটিতে প্রায় ১১ লাখ সিরীয় নাগরিক উদ্বাস্তু হিসেবে রয়েছেন। তবে লেবাননের সরকারের দাবি, এ সংখ্যা হবে ১৬ লাখ। মূলত এ ক্রমবর্ধমান সিরীয় জনসংখ্যা নিয়ন্ত্রণ করতেই সাম্প্রতিক পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে লেবানন সরকারের একটি সূত্র। এ নিয়মের অধীনে এখন থেকে লেবাননে প্রবেশ করতে হলে, কিছু নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে সিরিয়ার প্রত্যেক নাগরিককে দুই দেশের মধ্যবর্তী সীমান্ত এলাকায় ভিসা সংগ্রহ করতে হবে। এ প্রসঙ্গে ইউনিভার্সিটি অব বৈরুত-এর সিনিয়র ফেলো রামি খৌরি বলেন, ‘আমরা আসলে সিরীয়দের সাহায্য করার চেষ্টাই করছি। তবে সেটি করতে গিয়ে অবশ্যই নিজেদের দেশকে ক্ষতিগ্রস্ত করবো না।’

তবে এরই মধ্যে এই নতুন নিয়মের ব্যাখ্যা নিয়ে অস্পষ্টতা দেখা দিয়েছে। এটি বর্তমানে লেবাননে বসবাসরত উদ্বাস্তু নন এমন সিরীয় নাগরিকদের জন্যও প্রযোজ্য কিনা, তা বলা হয়নি। ফলে এর প্রয়োগ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.