আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ ফেব্রুয়ারী ২০১৫, শনিবার |

kidarkar

মিশরে চার ব্রাদারহুড সদস্যর মৃত্যুদন্ড

03iht-latitude-topol-artA-blog480শেয়ারবাজার ডেস্ক: চার মুসলিম ব্রাদারহুড সদস্যর মৃত্যুদন্ড ঘোষণা করা হয়েছে। শনিবার মিশরের একটি আদালত এ রায় ঘোষণা করে। রায়ে অন্য ১৪ অপরাধীকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়।

ব্রাদারহুডের সভাপতি এবং মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরশি ক্ষমতাচ্যুত হবার চারদিন আগে ব্রাদারহুডের কেন্দ্রিয় কার্যালয়ে সংগঠিত এক সংঘর্ষের মামলায় এ রায় দেয়া হয়।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ব্রাদারহুডের অণ্যতম প্রধান নেতা মোহাম্মদ বাদি এবং তার সহকারী খায়রাত আল শাতের এবং সাবেক আইন প্রণেতা মোহাম্মদ এল বালতাগি ও পার্টি প্রধাণ সাদ আল কাতাতনি  এবং তার সহকারী এশাম আল এরিয়ান।

মোহাম্মদ বাদি এর আগে দুই মামলায় ইতিমধ্যে ফাঁসির দন্ড ও যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হয়েছেন।

ব্রাদারহুডের কেন্দ্রিয় কার্যালয়ে সংগঠিত ওই হামলায় ১১ জন নিহত হয় এবং প্রায় ৯১ জন আহত হয়। শাস্তিপ্রাপ্ত ব্যাক্তিদের হত্যার মামালায় এ রায় দেয়া হয়। তবে শাস্তিপ্রাপ্ত ব্যাক্তিরা রায়ের বিরুদ্ধে আপীল করতে পারবেন।

মোহাম্মদ মুরশি ক্ষমতাচ্যুত হবার পর এখন পর্যন্ত মিশরে প্রায় ২২ হাজার ব্রাদারহুড নেতা ও আন্দোলনকারী গ্রেফতার হয়েছে। সূত্র: আল-জাজিরা।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.