আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ মার্চ ২০১৫, রবিবার |

kidarkar

শেয়ার বিক্রি করে বের হচ্ছেন বিদেশিরা

DSEশেয়ারবাজার রিপোর্ট : বাংলাদেশের শেয়ারবাজারের ওপর বিদেশি বিনিয়োগকারীদের চরম আস্থার সংকট তৈরি হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে তারা উল্লেখযোগ্যহারে শেয়ার বিক্রি করেছেন। এছাড়া এ সময়ে তাদের বিনিয়োগের পরিমাণও অনেক কমে গেছে।

ডিএসই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতায় বিদেশিরা বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগে আস্থা ধরে রাখতে পারছেন না বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসে বিদেশিরা ৩৬৫ কোটি ৪ লাখ ১৮ হাজার ৭০৪ কোটি টাকার শেয়ার কিনেছেন। অন্যদিকে ফেব্রুয়ারি মাসে শেয়ার কেনা হয়েছে ২৫০ কোটি ৮৯ লাখ ১২ হাজার ৮২২ টাকার। এক্ষেত্রে গত মাসে শেয়ার ক্রয়ের পরিমাণ কমেছে ১১৪ কোটি ১৫ লাখ ৫ হাজার ৮৮২ টাকা।

এদিকে গত জানুয়ারি মাসে বিদেশিরা ১৩৬ কোটি  ৮৩ লাখ ৫০ হাজার  ৪২১ টাকা শেয়ার বিক্রি করেছেন । অন্যদিকে ফেব্রুয়ারি মাসে ২১৯ কোটি ১৫ লাখ ৯ হাজার ১০৮ টাকার শেয়ার বিক্রি করা হয়েছে।

অর্থাৎ জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে বিদেশি বিনিয়োগকারীরা ৮২ কোটি ৩১ লাখ ৫৮ হাজার ৬৮৭ টাকা বেশি শেয়ার বিক্রি করেছেন

এদিকে গত জানুয়ারি মাসে বিদেশিদের মোট টার্নওভারের পরিমাণ দাঁড়িয়েছে ৫০১ কোটি ৮৭ লাখ ৬৯  হাজার ১২৫  টাকা। অন্যদিকে ফেব্রুয়ারি মাসে টার্নওভারের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭০ কোটি ৪ লাখ ২১ হাজার ৯৩০ টাকা।

সে হিসেবে গত মাসে মোট টার্নওভার কমেছে ৩১ কোটি ৮৩ লাখ ৪৭ হাজার ১৯৫ টাকা।

 

সর্বশেষে জানুয়ারি মাসে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীরা ২২৮ কোটি ২০ লাখ ৬৮ হাজার ২৮৩ কোটি বিনিয়োগ করেছেন। অন্যদিকে গত ফেব্রুয়ারি মাসে বিনিয়োগ করা হয়েছে মোট ৩১ কোটি ৭৪ লাখ ৩ হাজার ৭১৪ টাকা।

অর্থাৎ ফেব্রুয়ারি মাসে শেয়ারবাজারে নিট বিনিয়োগ কমেছে ১৯৬  কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৫৬৯ টাকা।

শেয়ারবাজার/সা/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.