আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ মে ২০১৬, সোমবার |

kidarkar

সংকট উত্তোরণে বিকেলে বিএসইসিতে বৈঠক

BSECশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের চলমান সংকট উত্তোরণে শীর্ষ ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিকেল সাড়ে ৪ টায় বিএসইসির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান শেয়ারবাজারনিউজ ডটকমকে জানান, বর্তমান পুঁজিবাজারে যে সংকট চলছে তা থেকে উত্তোরণের জন্য করণীয় বিষয়ে আজ শীর্ষ ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিএসইসির বৈঠক অনুষ্ঠিত হবে। বাজারকে স্থিতিশীল করতে এ মুহুর্ত্বে যা করণীয় সে সম্পর্কে হাউজগুলোর পক্ষ থেকে মতামত নিয়ে বিএসইসি কার্যকরী পদক্ষেপ নেবে বলে জানান সাইফুর রহমান।

উল্লেখ্য, পুঁজিবাজারে টানা ৭ কার্যদিবস ধরে সূচকের পতন চলছে।

শেয়ারবাজারনিউজ/ম.সা

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.