আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ মে ২০১৬, সোমবার |

kidarkar

বছরের সেরা নোট নিউজিল্যান্ডের

newzealand noteশেয়ারবাজার ডেস্ক: সেরা ব্যাংক নোট হিসেবে স্বীকৃতি পেয়েছে নিউজিল্যান্ডের পাঁচ ডলারের নোট। কিছুটা কমলা ও বাদামি রঙের নোটটির এক পাশে রয়েছে এভারেস্ট জয়ী পর্বতারোহী স্যার এডমন্ড হিলারি, অন্য পাশে পেঙ্গুইন ও ফুলের ছবি। ইন্টারন্যাশনাল ব্যাংক নোট সোসাইটি (আইবিএনএস) প্রতি বছর ছাপা হওয়া নোট যাচাই করে এ পুরস্কার দেয়। ২০১৫ সালের নোট হিসেবে পুরস্কার পেয়েছে এ নোট। এবার প্রতিযোগিতায় ছিল ২০ দেশের ৪০টি নোট। আইবিএনএস বলেছে, শিল্পমূল্য ও নিরাপত্তা বৈশিষ্ট্য বিবেচনায় নিউজিল্যান্ডের পাঁচ ডলারের নোট স্পষ্টই অন্যগুলোকে ছাড়িয়ে গেছে। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে: সুইডেনের ২০ ক্রোনা, রাশিয়ার ১০০ রুবল, কাজাখস্তানের ২০ হাজার তেঙ্গে ও স্কটল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রিত ৫ পাউন্ডের নোট।

প্রতিযোগিতার বিচারকালে শিল্পমূল্য ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য ছাড়াও নোটের রঙ ও নতুনত্বও যাচাই করা হয়। আইবিএনএসের হিসাবে, ২০১৫ সালে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ১৫০টি নতুন নোট বাজারে ছেড়েছে। নিউজিল্যান্ডের ওই নোটের প্রশংসা করে সংস্থার সদস্যরা বলেছেন, এতে কমলা ও বাদামি রঙ এবং পলিমারের ভারসাম্য অসাধারণ। নোটটি ছেপেছে কানাডিয়ান একটি ব্যাংক নোট কোম্পানি। রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ডের ডেপুটি গভর্নর জিউফ বাসক্যান্ড বলেছেন, ৫ ডলারের নোটের আন্তর্জাতিক স্বীকৃতি নিঃসন্দেহে বড় প্রাপ্তি। ২০১৪ সালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং ২০১১ থেকে ২০১৩ টানা তিন বছর কাজাখস্তানের নোট বর্ষসেরার পুরস্কার পায়। সূত্র: বিবিসি

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.