আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ মে ২০১৬, সোমবার |

kidarkar

মানব দেহের গুরুত্বপূর্ণ তথ্য!

manশেয়ারবাজার ডেস্ক: মানুষ সৃষ্টির সেরা জীব। আমাদের শরীরের অনেক তথ্য এখনও আমরা জানি না। মানুষের দেহে নানান ধরনের অঙ্গ-প্রতঙ্গ রয়েছে। এর অধিকাংশই রহস্যে ঘেরা। তাহলে চলুন পাঠক জেনে নেই মানুষের দেহের জানা-অজানা তথ্যগুলো:-

১। আমাদের দেহের রক্তে একটি সমুদ্রের সম পরিমাণ লবন রয়েছে।

২। দৈনিক আমাদের হৃদপিণ্ড ১০০বার করে আমাদের দেহে রক্ত ঘুরিয়ে ফিরিয়ে প্রবাহিত করে।

৩। আমাদের চোখের একটি পাপড়ি ১৫০ দিন বেঁচে থাকে। এর পর নিজে থেকেই ঝড়ে পড়ে।

৪। আমাদের চোখের ওপর ভ্রুতে তে ৫০০ টি লোম আছে।

৫। ১০০ বিলিয়ন এর অদিক নার্ভ সেল নিয়ে আমাদের দেহ গঠিত।

৬। মানুষ চোখ খুলে হাঁচি দিতে পারেনা।

৭। পাথর থেকে মানুষের দেহের হাড় ৪ গুণ বেশি শক্তিশালী।

৮। আমরা যখন খাবার খাই আমাদের মুখে সে খাবারের স্বাদ ১০ দিন পর্যন্ত থাকে।

৯। মানুষ হাঁটুর ক্যাপ ছাড়া জন্মগ্রহণ করে এবং তা ২ থেকে ৬ বছর পর্যন্ত দেখা যায়না।

১০। মানব শিশু বসন্ত কালে দ্রুত বৃদ্ধি পায়।

১১। আমাদের চোখ সবসময় একই রকম থাকে কিন্তু কান ও নাক বৃদ্ধি পাওয়া কখনোই থেমে থাকেনা।

১২। আমরা জন্মগ্রহণ করি ৩০০ হাড় নিয়ে কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের দেহে ২০৬ টি হাড় থাকে।

১৩। আমাদের মাথার খুলি ২৬ ধরণের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি।

১৪। আমাদের হাতের নখে যেই পদার্থ আছে ঠিক সেই পদার্থ দিয়ে আমাদের চুল তৈরি হয়ে থাকে, ফলে হাত এবং চুল উভয়ই একই জিনিস তবে দুইটির ঘনত্ব আলাদা।

১৫। অবাক হবেন না, আমরা যখন হাঁচি দেই তখন আমাদের শরীরের ভিতর সমস্ত ধরণের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবীটও থেমে যায়।

১৬। মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কি জানেন? এটা হচ্ছে জিহ্বা।

১৭। একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন ৬ বার বাথরুমে যায়।

১৮। আমাদের মুখ থেকে পেটে খাদ্য পৌছাতে মাত্র ৭ সেকেন্ড সময় লাগে।

১৯। প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মুখে যেকোন খাবারের স্বাদ থাকে বেশি।

২০। মানুষ হাঁচি দিলে যে বাতাস বের হয় তা প্রতি ঘণ্টায় ১০০ মাইল গতিতে বাহির হয়।

২১। আমাদের দেহের সবচেয় বড় হার পাঁজর।

২২। আমাদের শরীরের ক্ষুদ্রতম হাড় হল কানের হাড়।

২৩। রাতের তুলনায় সকালে আমাদের দেহ লম্বা হয় দ্রুত। লাইক, কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.