আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ মে ২০১৬, সোমবার |

kidarkar

মিউচ্যুয়াল ফান্ডের অবলুপ্তির পর অর্থ ফেরত দিতে বিএসইসির নতুন নির্দেশনা জারি

BSECশেয়ারবাজার রিপোর্ট: মিউচ্যুয়াল ফান্ডগুলোর অবলুপ্তির পর ইউনিট মালিকদের অর্থ ফেরত প্রদানের নতুন দিক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্দেশনা অনুযায়ী মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট মালিকগনকে অবলুপ্তি পরবর্তী বন্টনযোগ্য অর্থ সংশ্লিষ্ট ট্রাস্টি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (ইএফটিএন) এর মাধ্যমে ফেরত প্রদান করবে। তবে অর্থ প্রদানের ক্ষেত্রে মার্জিন শ্রেণীভুক্ত গ্রাহকদের (বিও হিসাবসমূহের ) প্রাপ্য অর্থ একত্রে মার্জিন গ্রাহকদের সংশ্লিষ্ট ডিপিকে ট্রাস্টি ইএফটিএন এর মাধ্যমে প্রদান করবে।

সোমবার ২ মে বিএসইসি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স,১৯৬৯ এর ধারা ২০এ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা,২০০১ এর বিধি ৮১ এর প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে।

নির্দেশনায় আরো বলা হয়, উল্লেখিত প্রক্রিয়ায় অর্থ প্রদান করার পর সংশ্লিষ্ট ডিপি ইউনিট মালিকগনের তালিকা অনুযায়ী তা সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের হিসাবে পরবর্তী ৩ দিনের মধ্যে প্রদান করবে।

মার্জিন ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ডিপি অনুযায়ী মার্জিন গ্রাহকের তালিকা ও বিবরণ, ফান্ডের ট্রাস্টি কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে, ট্রাস্টিকে অবগিত করবে এবং অর্থ বিতরণের পর তার একটি প্রতিবেদন পরবর্তী  ২ কার্যদিবসের মধ্যে ট্রাস্টিকে প্রদান করবে।

মিউচ্যুয়াল ফান্ডের যেসকল ইউনিট মালিকগণকে কোন যৌক্তিক কারণে ইএফটিএন এর মাধ্যমে অর্থ প্রদান সম্ভবপর না হয়, শুধুমাত্র সেসকল ক্ষেত্রে ক্রসড চেক বা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে সংশ্লিষ্ট ট্রাস্টি অর্থ ফেরতে প্রদান করবে।

উল্লেখিত সকল ক্ষেত্রেই অর্থ ফেরত প্রদানে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা,২০০১ এর বিধি ৫৪ (২) এ বর্ণিত সময়সীমা অনুসরণ করতে হবে বলে বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে।

শেয়ারবাজারনিউজ/ম.সা

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.