আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ মে ২০১৬, বুধবার |

kidarkar

ওসমান ফারুকের বিরুদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ

osmanশেয়ারবাজার ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী কর্মকাণ্ডের জড়িত থাকার অভিযোগ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আজ বুধবার ধানমণ্ডিতে তদন্ত সংস্থার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক খান এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ময়মনসিংহ এলাকার আট ও পটুয়াখালীর পাঁচজনসহ ১৩ জনের তদন্ত প্রতিবেদন প্রকাশের প্রস্তুতির কথা জানানো হয়।

ওই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ‍সানাউল হক খান বলেন, ‘একাত্তরে সংঘটিত মানবতবিরোধী অপরাধের তদন্ত করতে গিয়ে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১১ জন অধ্যাপকের নাম পাওয়া গেছে, যাঁরা স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড করেছেন। তাঁদের মধ্যে ড. ওসমান ফারুকের নামও রয়েছে। তখন তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।’

শুধু ওসমান ফারুক নয়, এমন আরো চমক সামনে রয়েছে বলেও উল্লেখ করেন সানাউল হক খান।

শেয়ারবাজারনিউজ/মা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.