আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ মে ২০১৬, বুধবার |

kidarkar

ভুল আর্থিক প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

bscশেয়ারবাজার রিপোর্ট: অর্ধ বার্ষিকের (জুলাই’১৫ থেকে ডিসেম্বর’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ভুল তথ্য দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’১৫ থেকে ডিসেম্বর’১৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৫৩ টাকা। প্রথম প্রান্তিকে (জুলাই’১৫ থেকে সেপ্টেম্বর’১৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২.৯১ টাকা। আর এ দুই প্রান্তিক মিলিয়ে অর্থাৎ অর্ধবার্ষিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫.৪৪ টাকা। কিন্তু কোম্পানিটি অর্ধবার্ষিকের ইপিএস দেখিয়েছে ৫.৪৫ টাকা।

এদিকে ২০১৪ হিসাব বছরের অর্ধবার্ষিকের ইপিএস দুই রকম দেখিয়েছে।

bsc 1

এ প্রসঙ্গে কোম্পানির শেয়ার বিভাগে যোগাযোগ করা হলে সেখানকার দায়িত্বরত কর্মকর্তা এ বিষয়ে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টসের মহা-ব্যবস্থাপক আজমগীরের সাথে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে আজমগীরের সাথে যোগাযোগ করা হলে তিনি শেয়ারবাজারনিউজ ডটকমকে বলেন, এসব বিষয়ে কথা বলার জন্য আমাদের প্রতি কোম্পানির নিষেধাজ্ঞা রয়েছে।

শেয়ারবাজারনিউজ/আ

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.