আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ মে ২০১৬, বৃহস্পতিবার |

kidarkar

কানাডায় ভয়াবহ অগ্নিকান্ড; আলবার্টায় জরুরি অবস্থা জারি

canadaশেয়ারবাজার ডেস্ক: ভয়াবহ দাবানলের কারণে কানাডার আলবার্টা রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর বিবিসির।

পরবর্তী ২৪ ঘণ্টায় আগুন আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে কর্মকর্তারা বুধবার স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছেন।

দাবানল থেকে বাঁচতে রাজ্যের ফোর্ট ম্যাকমারি শহরের ৮৮ হাজার বাসিন্দার সবাকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে।

গত রোববার থেকে লাগা এ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে ফোর্ট ম্যাকমারির ১৬শ’ স্থাপনা ভস্মীভূত হয়ে গেছে।

দেশটির কর্মকর্তারা বলছেন, আলবার্টার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এটি। রাজ্যের আশপাশে সব তেল কোম্পানি ও এগুলোর সরবরাহ লাইন বন্ধ করে দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আলাবার্টার কৃষি ও বন কর্মকর্তা জানান, আগুন প্রায় ১০ হাজার হেক্টরেরও বেশি (৩৯ বর্গ মাইল) এলাকায় ছড়িয়ে পড়েছে।

কর্মকর্তারা জানান, দাবানল নিয়ন্ত্রণে শতাধিক দমকলকর্মী নিরলসভাবে কাজ করছে। আবহাওয়া শুষ্ক থাকায় এবং বাতাসের কারণে বিশাল এলাকাজুড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডেও বলেছেন, আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনে হলে সেনাবাহিনীর বিমান পাঠানো হবে।

শেয়ারবাজারনিউজ/মা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.