আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ মে ২০১৬, রবিবার |

kidarkar

গুজব ছড়াচ্ছে বিবিএস’র রুপপুর প্রকল্প

bbsশেয়ারবাজার রিপোর্ট: দেশের শেয়ারবাজারের সূচক আচমকাই নিম্নমুখি প্রবণতা দেখালেও এর মধ্যে আলো ছড়াচ্ছে প্রকৌ্শল খাতের বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেড। রুপগঞ্জের পারমানবিক প্রকল্পের কাজ কোম্পানি পেতে যাচ্ছে-এমন গুজবেই নিয়মিত বিরতিতে কোম্পানির শেয়ারদর বাড়ছে বলে সংশ্লিষ্টসূত্রগুলো জানিয়েছে।

কোম্পানির শেয়ারদর বিশ্লেষণে দেখা যায়, গত দু’সপ্তাহ থেকেই নিয়মিতভাবে দর বৃদ্ধির প্রবণতায় রয়েছে কোম্পানির শেয়ারদর। এসময় কোম্পানির শেয়ারদর ৩১.০০ টাকা থেকে সর্বোচ্চ ৩৭.৬০ টাকা পর্যন্ত পৌঁছায়। সর্বশেষ বৃহস্পতিবার (১৯ মে) কোম্পানির শেয়ার ৩৬.৬০ টাকায় লেনদেন হয়।

বিনিয়োগকারীদের বিভিন্ন সূত্র জানায়, বিবিএস রংপুরের রুপপুরের পারমানিবক প্রকল্পের আবাসন ও স্টাফ কোয়ার্টার তৈরীর কাজ পাচ্ছে- এমন গুজব বাজারে ছড়িয়ে পড়েছে। রুপপুরের এ কাজটি হবে কোম্পানির অন্যতম বড় প্রকল্প। এর ফলে কোম্পানির আয়ে বড় ধরনের ইতিবাচক ধারা আসার সম্ভবনা রয়েছে। এ থেকেই বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ারে আগ্রহ দেখাচ্ছে। বাজারের অনেক বিনিয়োগকারীই বলছেন ইতিমধ্যে রুপপুরের এ কাজ পাওয়ার বিষয়টি কোম্পানি কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে। ফলে এটি এখন মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে বিবেচিত হওয়া উচিৎ। কিন্তু কোম্পানি এখনো এ ধরনের কোনো তথ্য প্রকাশ করেনি।

গত ২৮ এপ্রিল থেকে শুরু করে ১৯ মের মধ্যে ১৫ কার্যদিবসে কোম্পানির মোট ১ কোটি ৪৩ লাখ ৫২ হাজারের বেশি শেয়ারের লেনদেন হয়েছে। এর আগে এ বছরের এথম দিকে কোম্পানির শেয়ারের এমন বড় ধরনের লেনদেন হয়েছিল। সে সময় একই ধরনের গুজব ছড়ালেও পরবর্তিতে গুজবের কোনো সত্যতা পাওয়া যায়নি আর কোম্পানির আয়েও বড় ধরনের কোনো পরিবর্তন দেখা যায়নি।

এ ব্যাপারে বিবিএস লিমিটেডের কোম্পানি সচিব সবুর আহমেদ শেয়ারবাজারনিউজ ডট কমকে বলেন, ‘মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হচ্ছে না এ অভিযোগ ঠিক নয়। কোম্পানির প্রস্তাবনা ও বিবেচনায় অনেক প্রকল্পই থাকে। রুপপুরের প্রকল্পটিও কোম্পানির প্রস্তাবনার মধ্যে রয়েছে। এ প্রসঙ্গে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। হলে তা যথাযথভাবে জানানো হবে’।

এদিকে বিনিয়োগকারীরা অভিযোগ করছেন, কোনো বিশেষ মহলের যোগসাযোশে কোম্পানি কর্তৃপক্ষ এ ধরনের মূল্য সংবেদনশীল তথ্য লুকিয়ে রাখছে। যা পরবর্তিতে জানিয়ে সাধারন বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করা হবে। এখন দেখার বিষয় প্রসঙ্গটি আসলেই গুজব নাকি সত্য!

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.