আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ মে ২০১৬, শুক্রবার |

kidarkar

সৌন্দর্য ও স্বাস্থ্যরক্ষায় নিমের অসাধারণ গুণ

neemশেয়ারবাজার ডেস্ক: নিম গাছের শিকড়, বাকল, কষ, পাতা, ফল, বীজের শাঁষ ও তেল সবকিছুই খাওয়ার যোগ্য ও বাহ্যিক প্রয়োগযোগ্য ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। নিমের স্বাস্থ্যগুণ সম্পর্কে জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক এক ওয়েবসাইট।

– নিমকে গাছকে বলা হয় ‘ওয়ান ট্রি ফার্মেসি’। বিভিন্ন ওষুধ তৈরিতে এবং চুল ও ত্বকের বিভিন্ন ঘরোয়া প্রতিকারের অংশ হিসেবে নিম ব্যবহার করা হয়।
– নিমপাতায় রয়েছে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান। যা খুশকি দূর করতে কার্যকর।

– ত্বকের শুষ্কতা ও চুলকানি থেকে মুক্তি দেয় নিম। চুলের গোড়া শক্ত করতে এবং বৃদ্ধি বাড়াতেও নিম কার্যকর।

– চুল ও মাথার ত্বকে কন্ডিশনার হিসেবে নিম ব্যবহার করা যায়।

– ত্বকের প্রদাহ এবং চামড়া ওঠা প্রতিরোধ করে।

– নিমে বিষাক্ত উপাদান অপসারণকারী উপাদান থাকার কারণে ত্বকের বিভিন্ন রোগবালাইয়ের আয়ুর্বেদিক চিকিৎসায় এটি ব্যবহার করা হয়।

– ব্রণের জন্য দায়ি ব্যাকটেরিয়া যেমন, ‘প্রোপিয়োনিব্যাকটেরিয়াম একনেস’ ও ‘স্টাফিলোতোকাস এপিডারমিডিস’য়ের বৃদ্ধি রোধ করে নিম।

– ত্বকের যত্নে নিমের তেল এবং নিমের পাতা উৎকৃষ্ট উপকরণ। ত্বকের শুষ্কতা দূর করে এবং চুলকানি, লালচেভাব ও প্রদাহ নিরাময় করে।

ব্যাকটেরিয়াজনিত প্রদাহ যেমন: ব্রণ এবং আলসার দূরে রাখতেও উপকারী নিম।

নিমের অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান ক্ষতস্থান সারিয়ে তোলে। ক্ষতস্থানকে প্রদাহ ও পঁচে যাওয়া থেকেও বাঁচায়।

ব্রণের ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার সঙ্গে সমূলে লড়াই করে নিম। পুনরায় ব্রণ হওয়া রোধ করে ও ব্রনের দাগও দুর করে।

– একজিমা ও অন্যান্য ত্বকের প্রদাহ নিরাময়ে নিম বিশেষ কার্যকর।

– নিমে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা পরিবেশগত দূষণ এবং বয়সজনিত প্রভাব থেকে ত্বক রক্ষা করে।

– নিমের তেলে থাকে ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই যা ত্বক দ্রুত শুষে নেয়। ত্বকের লাবণ্য ধরে রাখতে এবং স্থিতিস্থাপকতা রক্ষা করতেও এটি সহায়ক।

– ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে এবং ত্বকের বিভিন্ন অংশের রংয়ের মধ্যে সামঞ্জস্য রাখতে সাহায্য করে।

– নিমের তেলে থাকা ফ্যাটি অ্যাসিড ব্রণের দাগ দূর করতে সাহায্য করে।

– ত্বক পরিষ্কার করতে কার্যকর নিমপাতা। এটি লোপকূপ দৃঢ় করে। মাস্ক হিসেবে নিমপাতা ব্যবহার করলে ত্বকের দূষিত পদার্থ দূর করে।

– ত্বকের ফাঙ্গাসজনিত প্রদাহ নিরাময়ে কার্যকরী নিম।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.