আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ জুন ২০১৬, বুধবার |

kidarkar

ফিন্যান্সিয়াল ডেরিভেটিভস নীতিমালা অনুমোদন: শিগগিরই গ্যাজেটে প্রকাশ হবে

BSECশেয়ারবাজার রিপোর্ট : পুঁজিবাজারে বিনিয়োগে বৈচিত্র্য আনতে ফিন্যান্সিয়াল ডেরিভেটিভস গাইডলাইন অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বুধবার কমিশনের ৫৭৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি জানায়, শিগগিরই বাংলাদেশ গ্যাজেটে এ নীতিমালা প্রকাশ করা হবে।

এর আগে, অর্থমন্ত্রণালয় ফিন্যান্সিয়াল ডেরিভেটিভস নীতিমালা প্রকাশের জন্য বিএসইসি’কে এক চিঠির মাধ্যমে তাগিদ দিয়েছিল।

উল্লেখ্য, মন্ত্রী পরিষদ বিভাগের সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী আগামী ২২ জুন, ২০১৬ এর মধ্যে এই গাইডলাইন প্রকাশের নির্দেশ দেওয়া হয়। এর প্রেক্ষিতে বিএসইসি এ নীতিমালা প্রকাশের জন্য ২০১৭ পর্যন্ত সময় চেয়েছে।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.