আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ মার্চ ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

ফেসবুক ট্যাগ দূর করার উপায়!

facebookশেয়ারবাজার ডেস্ক: সামাজিক যোগাযোগের প্রধান মাধ্যম ফেসবুক। বর্তমানে ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ফেসবুকে বিভিন্ন ধরণের স্ট্যাটাস দিয়ে বন্ধুদের সঙ্গে যুক্ত থাকি আমরা। কিন্তু বিভিন্ন সময় দেখা যায় অনেকে আপনার  Profile এ আজেবাজে ছবি  Tag করে। আর আপনি চাইলেও তা বন্ধ কেরতে পারেন না। তাই আপনি হয়ত রাগ করে আর ফেইসবুকে বসেন না। এই সমস্যায় যারা পড়েছেন তাদের জন্য আমাদের এ আয়োজন।

এবার আপনাদের জানাবো ফেসবুক থেকে বিরক্তিকর ট্যাগ দূর কারার উপায়!

আপনি আপনার  Profile  এ সহজেই  Tag Option  টি বন্ধ করে দিতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে Account Setting এ গিয়ে Privacy Settings এ গিয়ে Apps and Websites এরপর Info accessible through your friends এ গিয়ে Edit Setting

Untitled-11
এরপর Photos and videos I’m tagged in গিয়ে টিক চিহ্ন টা উঠিয়ে দিন। এবং Save Change দিয়ে বেরিয়ে আসুন । দেখুন আপনার Profile এ Tag করা বন্ধ হয়ে গেছে।

 

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.