আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ মার্চ ২০১৫, শনিবার |

kidarkar

দীপিকাকে গ্রেফতারে আদালতের নিষেধাজ্ঞা!

deepikaশেয়ারবাজার ডেস্ক: বলিউডের আলোচিত অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ১৬ মার্চ পর্যন্ত গ্রেফতারে নিষেধাজ্ঞা দিয়েছে মুম্বাই আদালত। এআইবি রোস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য করণ জোহর, রণবীর সিং, অর্জুন কাপুরের সঙ্গে দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়।

ভারতীয় প্যানেল কোর্ট ৫০৯ (নারী আদর্শের অপমান) এবং ২৯৪ (জনসম্মুখে অশ্লীল অঙ্গভঙ্গি) ধারায় দীপিকার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। ভারতের মহারাষ্ট্র পুলিশের সাব-ইন্সপেক্টরের দায়িত্বে থাকা ওয়াজির শেখ নামের এক ব্যক্তি এ এফআইআর ফাইল করেন।

গত সোমবার মুম্বাই হাই কোর্টে এ মামলার শুনানিতে দীপিকা তার স্বপক্ষে যুক্তি উপস্থাপন করেন। দীপিকা জানান তিনি শুধু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ অভিনেত্রীর আইনজীবী বলেন, ‘মহারাষ্ট্র রাজ্য ও শহর পরিকল্পনা আইন তার উপর এ ব্যাপারে প্রয়োগ হবে না কারণ তিনি একজন দর্শক ছিলেন মাত্র। ৫০৯ এবং ২৯৪ ধারা তার উপর প্রয়োগ করা যাবে না।’

আদালত এ অভিনেত্রীর পক্ষে যুক্তিতে সন্তুষ্ট হয়ে ১৬ মার্চ পর্যন্ত তাকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন। ১৬ মার্চ মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

 

শেয়ারবাজার/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.