আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ জুন ২০১৬, বুধবার |

kidarkar

ইয়ামাহা বাইক বিক্রি করবে এসিআই’র সাবসিডিয়ারি

aci...শেয়ারবাজার রিপোর্ট: দেশে প্রখ্যাত মোটরবাইক ব্র্যান্ড ইয়ামাহা বিক্রির দায়িত্ব পাচ্ছে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি এসিআই মোটরস।তিন বছরের চুক্তিতে ভারতের ইয়ামাহা মোটরসের সাথে এসিআই মোটরসের এ চুক্তি হয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের এসিআই লিমিটেড, এসিআই মোটরসের ৬৬.৫০ শতাংশ শেয়ারের মালিকানায় রয়েছে। আজ মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের এক বৈঠকে এ তথ্য জানানো হয়। গত ৫ জুন ভারতের ইয়ামাহা মোটরস প্রাইভেট লিমিটেড ও এসিআই মোটরসের মধ্যে যে চুক্তি সাক্ষরিত হয়, তার ব্যাপারে এ পর্ষদ সভায় জানানো হয়।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশে আগামী তিন বছর ইয়ামাহা ব্র্যান্ডের সব ধরনের মোটরসাইকেল ও পার্টস সামগ্রি বিক্রির দায়িত্ব থাকবে এসিআই মোটরসের। প্রাথমিকভাবে এ চুক্তি তিন বছরের হলেও পরবর্তিতে মেয়াদ বাড়তে পারে বলে জানা গেছে।

শেয়ারবাজারনিউজ/ওহ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.