আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ জুন ২০১৬, সোমবার |

kidarkar

হাইকোর্টে রুল: বেসিকের ডিএমডিকে কেন জামিন নয়

basic bankশেয়ারবাজার ডেস্ক: বেসিক ব্যাংকের ৪৮ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির সাবেক ডিএমডি ফজলুস সোবহানকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্টে।

সোমবার এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি ফরিদ আহমদ শিবলির সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, ব্যাংকের ৪৮ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর একটিতে আজ শুনানি করা হয়। শুনানি শেষে আদালত এক মামলায় এ রুল জারি করেন।

গত বছরের ২৩ সেপ্টেম্বর নগরীর মতিঝিল থানায় মামলা দায়ের করেন দুদকের উপ-সহকারি পরিচালক একেএম ফজলে হোসেন। মামলায় ব্যাংকটির এমডিসহ ৮ জনকে আসামি করা হয়। পরে এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান ফজলুস সোবহান।

এর আগে গত ১২ এপ্রিল বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চে জামিন চেয়ে আবেদন করেন ওই ফজলুস সোবহান। শুনানি শেষে হাইকোর্ট তাকে সেদিন জামিন দিতে অপারগতা প্রকাশ করেন। সূত্র: ইন্টারনেট।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.