আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ জুন ২০১৬, সোমবার |

kidarkar

সেবায় ব্যাপক বৈষম্য তৈরী করছে ব্যাংক

ramitance_bbশেয়ারবাজার রিপোর্ট: কোন কোন ব্যাংক সাজসজ্জায় উচ্চ ব্যয় নির্বাহের মাধ্যমে বিশেষ শ্রেণীর গ্রাহকদের উচ্চমানের সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকিং সেবায় ব্যাপক বৈষম্য তৈরী করছে, বলছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

তাই নতুন শাখা স্থাপনে বা স্থানান্তরে এবং বিভিন্ন খাতে ব্যয় সাশ্রয়ী হওয়ার জন্য দেশের সকল ব্যাংককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ সোমবার ব্যাংকিং নীতি ও প্রবিধি বিভাগ এ সম্পর্কে একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, কোন কোন ব্যাংক নতুন শাখা স্থাপন, স্থানান্তর বা স্থাপনা ভাড়া করে আড়ম্বরপূর্ণ সাজসজ্জায় উচ্চ ব্যয় নির্বাহ করছে। আবার, কোন কোন ব্যাংক সাজসজ্জায় উচ্চ ব্যয় নির্বাহের মাধ্যমে বিশেষ শ্রেণীর গ্রাহকদের উচ্চমানের সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকিং সেবায় ব্যাপক বৈষম্য তৈরী করছে। এতে ব্যাংক-কোম্পানীর ব্যয় বৃদ্ধি পাচ্ছে বলে ব্যাংক-কোম্পানীর ব্যবস্থাপনার উপর আমানতকারী ও মূলধন যোগানদাতাদের আস্থা কমবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

তাই আইন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া কোন ব্যাংক অফিস স্থানান্তর, ব্যবসা কেন্দ্র স্থাপন, স্থাপনা ভাড়া বা ইজারা গ্রহণ ও নবায়ন করা যাবেনা। এছাড়া নতুন শাখা স্থাপনে বা স্থানান্তরে এবং বিভিন্ন খাতে ব্যয় সাশ্রয়ী হওয়ার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে ২০১৪ সালে এমন নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.