আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ জানুয়ারী ২০১৫, মঙ্গলবার |

kidarkar

ফকরুলকে পুলিশে দিতে প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি হানিফের আহ্বান

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পুলিশের হাতে তুলে দিতে জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বঙ্গবন্ধু এ্যাভিনিউতে মঙ্গলবার অবরোধ প্রত্যাখ্যান করে মহানগর আওয়ামী লীগের জমায়েতে অংশ নিয়ে আহ্বান জানান তিনি।
ফখরুলকে ফেরারি ও ওয়ারেন্টভুক্ত আসামি আখ্যায়িত করে মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘ প্রেস ক্লাব সাংবাদিকদের জায়গা। সেখানে একজন ফেরারি, ওয়ান্টেড আসামি কেন লুকিয়ে থাকবে? প্রেস ক্লাব কর্তৃপক্ষকে অনুরোধ জানাব, এই আসামিকে পুলিশের হাতে তুলে দিন।’
হানিফ বলেন, ‘খালেদা জিয়া কর্মসূচি দিয়েছিলেন। তার কর্মসূচিতে তার দলের নেতাকর্মীরাই মাঠে নামেননি। এই ক্ষোভে তার নির্দেশে তার দলের সন্ত্রাসীরা গাড়ি পুড়িয়েছে। এভাবে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হচ্ছে। ’
তিনি বলেন,‘ কর্মসূচি ব্যর্থ হওয়ায় খালেদা জিয়া আবার অবরোধ ডেকেছেন। কিসের অবরোধ? কোথায় অবরোধ হচ্ছে? দেশের জনগণ ঘৃণাভরে এই অবরোধ প্রত্যাখ্যান করেছে। খালেদা জিয়া দেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন। এজ্যনই অবরোধ ডেকেছেন। জনগণ যুদ্ধাপরাধী, রাজাকারদের অবরোধ মানে না। ’
বিশ্ব ইজতেমার মধ্যে বিএনপির অবরোধ প্রসঙ্গে হানিফ বলেন, ‘খালেদা ধর্ম-কর্ম পালন নিয়ে জনমনে নানা কথা রয়েছে। সরকার নির্বিঘ্নে ইজতেমা পালনের জন্য যা যা করা দরকার তাই করবে।’

শেয়ারবাজার রিপোর্ট:

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.