আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ জুলাই ২০১৬, রবিবার |

kidarkar

সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন

bazar 11শেয়ারবাজার রিপোর্ট: ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন শুরু থেকেই বাজারে পতন লক্ষ করা যায়। রোববার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশীরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে এ সময়ে লেনদেনে রয়েছে আগের দিনের তুলনায় কিছুটা ধীর গতি। আলোচিত সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৮৪ কোটি টাকা।

রোববার দুপুর ১২ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪৬৪ পয়েন্ট। ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৯৭ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৫০ পয়েন্টে।  সময়ে লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানি  মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ২১৬টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানি  মিউচ্যুয়াল ফান্ডের দর। এসময়ে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৮৪ কোটি ০৩ লাখ ৮২ হাজার টাকা

এর আগে ঈদপূর্ববতী শেষ কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবার  সময়ে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৪৮৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক  পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১০৬ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৭৬৫ পয়েন্টে।  সময়ে টাকার অংকে লেনদেন হয়েছিলো ১৩১ কোটি ৪৪ লাখ ৭৬ হাজার টাকা

এদিকে দুপুর ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৩২১পয়েন্টে।  সময়ে লেনদেন হওয়া ১৭৮টি কোম্পানি  মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ১৪০টির  দর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানি  মিউচ্যুয়াল ফান্ডের। যা টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি ৩২ লাখ ১৫ হাজার টাকা

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.