আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ জুলাই ২০১৬, রবিবার |

kidarkar

ব্যাংক ঝুঁকিতে রেখে বেশি ডিভিডেন্ড নেওয়া উচিত নয়

bankশেয়ারবাজার ডেস্ক: ব্যাংকগুলোর উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের বেশি বেশি ডিভিডেন্ড নেওয়ার একটা প্রবণতা আছে। ব্যাংক ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখে অধিক ডিভিডেন্ড নেওয়ার এ প্রবণতা ভালো নয়।

বিশ্বের অন্যান্য দেশগুলোর অভিজ্ঞতাকে বিবেচনায় রেখেই আর্থিক প্রতিষ্ঠানের জন্য মূলধন পর্যাপ্ততার নীতি তৈরি করা হয়েছে। এ নীতি অনুসরণ শুধু ব্যাংকের জন্যই ভালো নয়, অর্থনীতির ঝুঁকি হ্রাসের ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল শনিবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ পূঁজির পর্যাপ্ততা নির্ণয় প্রক্রিয়া-সংক্রান্ত নীতি শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মী-ব্যবস্থাপক এবং আর্থিক খাতে চাকরিপ্রত্যাশীদের প্রয়োজনীয় প্রশিক্ষণদানের মাধ্যমে দক্ষ ও ক্ষমতায়িত করার জন্য দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ফিনএক্স। রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৮ কর্মকর্তা অংশ নেন।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.